Netaji Hologram: কেন ‘অন্ধকারে’ নেতাজি? ব্যাখ্যা দিল কেন্দ্র

Netaji Hologram: গত কয়েকদিনে নেতাজির হলোগ্রাম নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব। বাংলার সাংসদেরা প্রতিবাদ জানাতে ইন্ডিয়া গেটের কাছেও উপস্থিত হয়েছিলেন।

Netaji Hologram: কেন 'অন্ধকারে' নেতাজি? ব্যাখ্যা দিল কেন্দ্র
ইন্ডিয়া গেটে প্রতিবাদ জানায় তৃণমূল সাংসদেরা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 4:09 PM

নয়া দিল্লি : নেতাজিকে নিয়ে কেন্দ্র-রাজ্য চাপান-উতোর মিটছে না কিছুতেই। ট্যাবলোর বিষয়ে নেতাজির কীর্তি প্রদর্শনের প্রস্তাব দেওয়া সত্ত্বেও, তা বাদ পড়ে প্রজাতন্ত্র দিবসের (Republic Day) ব়্যালি থেকে। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। পরে ইন্ডিয়া গেটের (India Gate) কাছে বসানো হয় নেতাজির হলোগ্রাম মূর্তি (Netaji Hologram Statue)। আর এবার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, প্রজাতন্ত্র দিবসের কয়েকদিনের মধ্যেই নিভেছে আলো, হঠাৎই অন্ধকারে ডুবেছে নেতাজির সেই হলোগ্রাম মূর্তি। বৃহস্পতিবার এই অভিযোগ তুলে ইন্ডিয়া গেটের কাছে গিয়ে প্রতিবাদও জানান তৃণমূল সাংসদরা। এরপরই কেন্দ্রের তরফে জানানো হল, ঠিক কী কারণে বন্ধ হয়েছে হলোগ্রাম। মূলত খারাপ আবহওয়ার কারণেই সেই আলো বন্ধ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক (Culture Ministry)।

আবহাওয়া খারাপ থাকায় বন্ধ হয়েছে আলো

শুক্রবার সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, খারাপ আবহওয়ার কারণেই সাময়িক বন্ধ করা হয়েছে হলোগ্রামের আলো। এর পিছনে কোনও রাজনীতি নেই বলেই জানিয়েছে কেন্দ্র। সংস্কৃতি মন্ত্রকের দাবি, আবহাওয়া খারাপ থাকায় মধ্যরাতে বন্ধ করে দিতে হয়েছে ওই আলো। আবহাওয়া ঠিক হলে, আবারও তা জ্বালিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অনেকগুলি লেসার বিম ব্যবহার করে হলোগ্রাম তৈরি করা হয়েছে। তাই আলো নিভে যেতেই দেখা যাচ্ছে না সেই মূর্তি। সেই ঘটনাকে ‘ব্ল্যাক আউট’ বলে ব্যাখ্যা করেছে তৃণমূল।

নেতাজির প্রতি ভালোবাসা উধাও!

তৃণমূল সাংসদ সৌগত রায় এই প্রসঙ্গে বলেছিলেন, ‘হলোগ্রাম এখন ইন্ডিয়া গেট থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে। সেই সঙ্গে নেতাজির প্রতি বিজেপির ভালবাসাও ভ্যানিশ হয়ে গিয়েছে। নেতাজি আর বিজেপি কখনও একসঙ্গে থাকতে পারে না।’ বিজেপির মতো দল, যাঁদের মধ্যে সাম্প্রদায়িক তিক্ততা রয়েছে, তাদের নেতাজিকে সম্মান জানানোর কোনও অধিকার নেই বলেও আক্রমণ করেছিলেন তিনি।

উল্লেখ্য, ইন্ডিয়া গেটে সূক্ষ্ম পাতলা পর্দার ওপর আলোর প্রতিফলনের মাধ্যমেই নেতাজি মূর্তি দেখা যেত। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই দিল্লিতে ঝোড়ো হওয়া বইছে। এমনকি দিল্লিতে বৃষ্টিও হয়েছে। সেই কারণেই আলোন বন্ধ করা হয়েছে বলে সূত্রের খবর।

নেতাজি ইস্যুতে রাজনৈতিক সংঘাত

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার পাঠানো নেতাজি বিষয়ক ট্যাবলোর প্রস্তাব নাকচ করে দিয়েছিল কেন্দ্র। এরপরই কেন্দ্রীয় সরকারকে নেতাজি-বিরোধী তকমা দিতে শুরু করে তৃণমূল। তারপরই টুইটারে নেতাজির মূর্তি বসানোর কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বসানো হয় সেই হলোগ্রাম মূর্তি। শুধু তাই নয়, এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানও শুরু হয় নেতাজির জন্মজয়ন্তী ২৩ জানুয়ারি থেকে। এবার সেই হলোগ্রামের আলো নিভে যাওয়ায় আবারও সরব হয় তৃণমূল। তবে বিতর্কে জল ঢেলে কেন্দ্রের দাবি, আবহাওয়াই একমাত্র কারণ।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা