Mahua Moitra: অবিলম্বে সাংসদ পদ খারিজ হবে মহুয়ার? কী বলছে এথিক্স কমিটির নিয়ম?

Mahua Moitra: এথিক্স কমিটির সুপারিশ সম্পর্কে প্রথম প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ এই রিপোর্টকে 'প্রি-ফিক্সড ম্যাচ' এবং 'সংসদীয় গণতন্ত্রের মৃত্যু' বলেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, পরবর্তী লোকসভায় তিনি আরও বড় জনমত নিয়ে ফিরে আসবেন। বিদায়ের সুর স্পষ্ট তাঁর গলায়। তাহলে কি সত্যি সত্যিই অবিলম্বে খারিজ হতে চলেছে তাঁর লোকসভার সদস্যপদ? কী বলছে এথিক্স কমিটির নিয়ম?

Mahua Moitra: অবিলম্বে সাংসদ পদ খারিজ হবে মহুয়ার? কী বলছে এথিক্স কমিটির নিয়ম?
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 11:41 AM

নয়া দিল্লি: বৃহস্পতিবার (৯ নভেম্বর), ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে। এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার জানান, এই রিপোর্টটির পক্ষে ভোট দেন কমিটির ছয় সদস্য, আর বিপক্ষে ভোট দেন চার সদস্য। কমিটির চার সদস্য একটি নোট দিয়ে জানিয়েছেন, কমিটি ‘অপ্রত্যাশিত তাড়াহুড়ো’ করে তদন্ত করেছে এবং এই রিপোর্টে ‘সম্পূর্ণতার অভাব’ রয়েছে। এই সুপারিশ সম্পর্কে প্রথম প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ এই রিপোর্টকে ‘প্রি-ফিক্সড ম্যাচ’ এবং ‘সংসদীয় গণতন্ত্রের মৃত্যু’ বলেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, পরবর্তী লোকসভায় তিনি আরও বড় জনমত নিয়ে ফিরে আসবেন। বিদায়ের সুর স্পষ্ট তাঁর গলায়। তাহলে কি সত্যি সত্যিই অবিলম্বে খারিজ হতে চলেছে তাঁর লোকসভার সদস্যপদ? কী বলছে এথিক্স কমিটির নিয়ম?

২০১৫ সালের অগস্টে, লোকসভার কার্যপ্রণালী এবং প্রক্রিয়া পরিচালনার বিধিগুলি গ্রহণ করা হয়েছিল। এই বিধির ২১তম অধ্যায়ে বলা হয়েছে, তদন্তের পর এথিক্স কমিটির সুপারিশগুলি রিপোর্ট আকারে অধ্যক্ষের কাছে পেশ করতে হবে। শুক্রবারই এই রিপোর্ট ওম বিড়লার হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এরপর অধ্যক্ষ রিপোর্টটি লোকসভায় পেশ করবেন। ৩১৬-র ঙ বিধি অনুযায়ী, অধ্যক্ষের কাছে রিপোর্ট পেশ করার পর, এথিক্স কমিটির চেয়ারপার্সন বা কমিটির অন্য কোনও সদস্য বা লোকসভার অন্য কোনও সদস্য, রিপোর্টটি বিবেচনার জন্য প্রস্তাব দিতে পারেন। নিয়মে অনুযায়ী, অধ্যক্ষ এই বিষয়ে বিতর্কের অনুমতি দিতে পারেন। তবে সেই বিতর্কের জন্য আধ ঘণ্টার বেশি সময় দেওয়া হবে না।

একবার এই বিষয়ে বিতর্ক তৈরি হলে, সংশ্লিষ্ট সাংসদকে (এই ক্ষেত্রে মহুয়া মৈত্র) বহিষ্কারের বিষয়ে ভোটাভুটির প্রস্তাব দিতে পারে সরকার। বহিষ্কারের পক্ষে ভোট বেশি হলে ওই সাংসদকে সংসদ থেকে বহিষ্কার করা হবে। তবে, এরপরও মহুয়া মৈত্র সেই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন।

উল্লেখ্য, এই প্রথম লোকসভার এথিক্স কমিটি কোনও সাংসদকে বহিষ্কারের সুপারিশ করল। এতদিন পর্যন্ত, সাধারণত বিভিন্ন হালকা ধরনের অভিযোগই শুনেছে এই কমিটি। এর আগে, ২০০৫ সালে, অন্য এক ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় ১১ জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু, সেই সময় তাদের বহিষ্কারের সুপারিশ করেছিল রাজ্যসভার নীতিশাস্ত্র কমিটি এবং লোকসভা এক বিশেষ তদন্ত কমিটি।

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে, সাংসদদের অশান্ত আচরণ রোধের জন্য অধ্যক্ষ ওম বিড়লাকে একটি পৃথক নিয়ম তৈরি করার সুপারিশ করেছে এথিক্স কমিটি। কমিটি জানিয়েছে, ইদানীংকালে সাংসদদের অশান্ত আচরণের বেশ কিছু উদাহরণ রয়েছে। এথিক্স কমিটির মতে, বর্তমান নিয়মগুলি এই ধরনের আচরণ বন্ধ করতে অকার্যকর। তাই, একটি নতুন নিয়ম প্রণয়ন করার কথা বিবেচনা করতে বলা হয়েছে।