Accidental Death: ভাগ্যের পরিহাস! পাসপোর্ট ভেরিফিকেশন করাতে গিয়ে গুলি খেলেন মাথায়, মর্মান্তিক পরিণতি মহিলার
Uttar Pradesh: বসে বসে পিস্তল পরিষ্কার করছিলেন এসআই, খোলা ছিল বন্দুকের লক। আচমকাই তিনি ট্রিগারে চাপ দিয়ে ফেলেন। বন্দুক থেকে গুলি ছুটে মাথায় লাগে ওই মহিলার। মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। তাঁকে উদ্ধার করে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়।
লখনউ: পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য থানায় গিয়েছিলেন। আর ফেরা হল না বাড়িতে। থানাতেই পুলিশের ভুলে প্রাণ গেল মহিলার। থানায় পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য যখন দাঁড়িয়েছিলেন ওই মহিলা, সেই সময়েই পাশে বসে পিস্তল পরিষ্কার করছিলেন পুলিশের এক সাব-ইন্সপেক্টর। আচমকাই পিস্তলের লক খুলে যায়, গুলি বেরিয়ে সোজা ওই মহিলার মাথায় লাগে। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় ওই মহিলার।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আলিগড়ে। জানা গিয়েছে, গত ৮ ডিসেম্বর ইরসাদ জাহান নামক ওই মহিলা তাঁর ছেলেকে নিয়ে কোতওয়ালি থানায় গিয়েছিলেন পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য। সেই সময়ই এক থানার এক পুলিশকর্মী আসেন, সাব ইন্সপেক্টর মনোজ শর্মার হাতে পিস্তল দেন।
Inexplicable. A woman attending passport verification query shot in the head inside a police station in UP as the cop tried to unlock his pistol’s trigger. I recall the officer in a Kolkata Police Station unloading the Glock when I wanted to have a feel of the new acquisition. pic.twitter.com/ChKoYIBFk7
— Seema Sengupta, (@SeemaSengupta5) December 8, 2023
বসে বসে পিস্তল পরিষ্কার করছিলেন এসআই, খোলা ছিল বন্দুকের লক। আচমকাই তিনি ট্রিগারে চাপ দিয়ে ফেলেন। বন্দুক থেকে গুলি ছুটে মাথায় লাগে ওই মহিলার। মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। তাঁকে উদ্ধার করে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়।
এদিকে, এই ঘটনার পর থেকেই পলাতক সাব ইন্সপেক্টর মনোজ শর্মা। তাঁর বিরুদ্ধে অ-জামিনযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করা হয়েছে। তাঁর খোঁজ দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।