‘বর কালো, ঘেন্না করে ওকে ছুঁতে!’, দুধের শিশুকে ফেলে পালাতেও বুক কাঁপল না মায়ের

Bizarre: যুবক জানান, বছর দুয়েক আগেই তাদের বিয়ে হয়েছিল। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছিল, সেই সময়ে কোনও আপত্তি জানায়নি যুবতী। কিন্তু বিয়ের পর থেকেই গায়ের রঙ নিয়ে কটুক্তি করতে থাকে স্ত্রী। কথায় কথায় অপমান করতেন, তাঁর সঙ্গে কোথাও যেতেও লজ্জা পেতেন।

'বর কালো, ঘেন্না করে ওকে ছুঁতে!', দুধের শিশুকে ফেলে পালাতেও বুক কাঁপল না মায়ের
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Jul 12, 2024 | 1:26 PM

ভোপাল: বিয়ে অন্তরের মিলন। তবে অনেকের কাছে সৌন্দর্য্যটাই সবথেকে গুরুত্ব রাখে। সেই কারণেই স্বামীকে ফেলে রেখে, প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল স্ত্রী। একবারও ভাবলেন না একরত্তি শিশুর কথাও। এখন দিব্যি প্রেমিকের সঙ্গে লিভ ইন করছেন। ফিরতে নারাজ স্বামীর কাছে। এদিকে, মায়ের জন্য কেঁদে আকুল একরত্তি। স্ত্রীকে ফেরাতে স্বামী ছুটলেন থানায়।

ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের গোয়ালিয়রে। বিশাল  মগিয়া নামক এক যুবক একরত্তি শিশু ও বয়স্ক মা-বাবাকে নিয়ে থানায় আসেন এবং জানান যে তাঁর স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। দেড় মাসের শিশুকে ফেলে রেখে, প্রেমিকের সঙ্গে লিভ ইনে থাকছে।

ওই যুবক জানান, বছর দুয়েক আগেই তাদের বিয়ে হয়েছিল। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছিল, সেই সময়ে কোনও আপত্তি জানায়নি যুবতী। কিন্তু বিয়ের পর থেকেই গায়ের রঙ নিয়ে কটুক্তি করতে থাকে স্ত্রী। কথায় কথায় অপমান করতেন, তাঁর সঙ্গে কোথাও যেতেও লজ্জা পেতেন। তবে পরিবার রক্ষা করতে যাবতীয় কটাক্ষ উপেক্ষা করতেন ওই যুবক। দেড় মাস আগে তাঁদের ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়।

সব কিছু ঠিকই চলছিল। কিন্তু ১০ দিন আগে হঠাৎ স্ত্রী নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও হদিস মেলেনি। পরে ওই যুবতী নিজেই জানায় যে প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়েছে সে। তাঁর সঙ্গেই লিভ করছে, তাঁকে  যেন আর বিরক্ত না করা হয়।

যুবকের অভিযোগ, ওই যুবতী তাঁর পরিবারের সদস্যদের হেনস্থা করত। মারধরও করেছে কয়েকবার। ওই যুবতী নিজেও ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। সেই সময় যুবতী জানিয়েছিল, তাঁর বর কালো বলে সে একসঙ্গে থাকতে চায় না।