Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সবে চিকেন মাঞ্চুরিয়ানে কামড়টা বসিয়েছেন, মুখে ঠেকল লম্বা রবারের মতো কী একটা…তাকাতেই যা দেখলেন, শিরদাঁড়া দিয়ে বয়ে গেল হিমস্রোত

Food Safety: চিকেন মাঞ্চুরিয়ানে কামড় বসাতেই মুখে ঠেকেছিল রবারের মতো একটা বস্তু। অদ্ভুত স্বাদ লাগতেই মুখ থেকে বের করে দিয়েছিলেন। দেখলেন, ওটা চিকেন নয়।

সবে চিকেন মাঞ্চুরিয়ানে কামড়টা বসিয়েছেন, মুখে ঠেকল লম্বা রবারের মতো কী একটা...তাকাতেই যা দেখলেন, শিরদাঁড়া দিয়ে বয়ে গেল হিমস্রোত
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Mar 15, 2025 | 6:46 PM

মুম্বই: একটু ভাল সময় কাটাতে চেয়েছিলেন বন্ধুদের সঙ্গে। গিয়েছিলেন বেশ নামকরা রেস্তোরাঁয়। সেখানে গিয়ে খাবার অর্ডার দিতেই যা অভিজ্ঞতা হল, তাতে আর কখনও রেস্তোরাঁয় যাওয়ার আগে দু’বার ভাববেন। চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার দিয়ে যা পেলেন, তা এখনও আতঙ্ক হয়ে তাড়া করছে।

নারী দিবস উপলক্ষে একটু ভাল সময় কাটাতে নভি মুম্বইয়ের বেশ নামজাদা একটি রেস্তোরাঁতে খেতে গিয়েছিলেন কয়েকজন বান্ধবী। সেখানে গিয়ে জানতে চেয়েছিলেন, তাদের জনপ্রিয় আইটেম কোনটা? রেস্তোরাঁর ওয়েটার সটান উত্তর দিয়েছিলেন, চিকেন মাঞ্চুরিয়ান। সেটাই অর্ডার দিয়েছিলেন। খাবার আসতেই আর দেরি করেননি, সবাই মিলে খাওয়া শুরু করেছিলেন। কিন্তু তারপরই যা ঘটল…।

চিকেন মাঞ্চুরিয়ানে কামড় বসাতেই মুখে ঠেকেছিল রবারের মতো একটা বস্তু। অদ্ভুত স্বাদ লাগতেই মুখ থেকে বের করে দিয়েছিলেন। দেখলেন, ওটা চিকেন নয়। বরং একটা ছোট্ট ইঁদুর। তাও আবার ভাজা করা। রেস্তোরাঁয় খেতে গিয়ে ইঁদুর পাতে দেওয়ায় বেজায় চটে যান যুবতীরা। তারা রেস্তোরাঁর কর্মীদের ডেকে এনে দেখান।

চিকেন মাঞ্চুরিয়ানে ইঁদুর।

কিচেনের অবস্থা দেখাতে ভিডিয়োও করতে যান তারা। তাতেই রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায়। এরপরে রেস্তোরাঁর ম্যানেজার এসে ক্ষমা চান। তবে ওই যুবতীরা নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগ জানান।

অভিযোগ পেয়ে পুলিশ ওই রেস্তোরাঁয় তল্লাশি চালায় এবং হোটেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে খাবারে নানা বস্তু পাওয়া গিয়েছে। গত বছরই মুম্বইয়ের এক ব্যক্তি আইসক্রিমে কামড় বসাতেই ভিতরে কাটা আঙুল পেয়েছিলেন। সম্প্রতি আবার থাইল্যান্ডে এক যুবক আইসক্রিমে বিষধর সাপ পেয়েছেন।