কুণাল কামরাকে নিয়ে টুইট যুদ্ধে থারুর-লেখি

TV9 বাংলা ডিজিটাল: এবার টুইট যুদ্ধে কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor) ও বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি (Meenakshi Lekhi)। মীনাক্ষী তথ্য সুরক্ষা বিলের পর্যালোচনায় গঠিত সংসদীয় কমিটির চেয়ারপার্সনও। সুপ্রিম কোর্টের সমালোচনায় কমেডিয়ান কুণাল কামরার টুইট কেন এখনও মাইক্রো ব্লগিং সাইট থেকে সরানো হল না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এক সপ্তাহের মধ্যে সংস্থাকে জবাব দিতেও […]

কুণাল কামরাকে নিয়ে টুইট যুদ্ধে থারুর-লেখি
Follow Us:
| Updated on: Nov 20, 2020 | 12:52 PM

TV9 বাংলা ডিজিটাল: এবার টুইট যুদ্ধে কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor) ও বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি (Meenakshi Lekhi)। মীনাক্ষী তথ্য সুরক্ষা বিলের পর্যালোচনায় গঠিত সংসদীয় কমিটির চেয়ারপার্সনও। সুপ্রিম কোর্টের সমালোচনায় কমেডিয়ান কুণাল কামরার টুইট কেন এখনও মাইক্রো ব্লগিং সাইট থেকে সরানো হল না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এক সপ্তাহের মধ্যে সংস্থাকে জবাব দিতেও বলেন। এরই পাল্টা বিজেপি সাংসদকে এক হাত নেন শশী থারুর।

বর্ষীয়ান এই কংগ্রেস সাংসদ টুইটারে লেখেন, “মীনাক্ষী লেখি, আমি যত দূর জানি আপনার কমিটি তৈরি হয়েছে তথ্য সুরক্ষা বিল নিয়ে পর্যালোচনার জন্য। দয়া করে বলবেন এর বাইরেও আপনাকে কি অতিরিক্ত কোনও দায়িত্ব দেওয়া হয়েছে। দেওয়া হলে তা কে দিলেন?”

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ থারুরের টুইটটি রিটুইট করে লেখেন, ‘আমি আজকের বৈঠকে ছিলাম না। কিন্তু থাকলে এ নিয়ে প্রশ্ন তুলতাম। এই ঘটনা প্রথমবার ঘটেছে এমন নয়।’

পাল্টা মীনাক্ষী টুইট করেন, ‘দুর্ভাগ্য হল আমাকে এমন লোকজনকে বোঝাতে হবে যাঁরা বিষয়টি বুঝতেই নারাজ। আমি এখন আইন বোঝাতে আগ্রহীও নই, বিশেষ করে যখন কংগ্রেসের তরফে বর্ষীয়ান অ্যাডভোকেট বিবেক তঙ্খা ওখানে ছিলেন এবং ইতিমধ্যে আমার সঙ্গে একমতও।’

আরও পড়ুন: অস্ত্রোপচার হয়েছে মুকুল রায়ের, হাসপাতালে দেখতে গেলেন দিলীপ

তথ্য সুরক্ষা বিলের পর্যালোচনায় গঠিত সংসদীয় কমিটি বৃহস্পতিবারই ডেকে পাঠিয়েছিল টুইটারের নীতি নির্ধারক বিভাগের প্রধান মহিমা কউলকে। সাংবাদিক অর্ণব গোস্বামীর জামিন নিয়ে সুপ্রিম কোর্টের সমালোচনা করে টুইট করেছিলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরা। কুণালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। তাঁকে টুইটটি তুলে নেওয়ার কথাও বলা হয়। তবে তিনি কোনওরকম ক্ষমা প্রার্থনা বা টুইট সরানোর প্রস্তাবে রাজি হননি