Covid Nasal Vaccine: সাধারণতন্ত্র দিবসেই ভারতের বাজারে আসছে কোভিডের ন্যাজাল ভ্যাকসিন, দাম কত জানুন
করোনা মহামারীর দু-বছরের মধ্যে এবার কোভিড প্রতিষেধক ন্যাজাল ভ্যাকসিন বাজারে নিয়ে এল ভারত বায়োটেক।
ভোপাল: সাধারণতন্ত্র দিবসেই ভারতের বাজারে আসছে করোনা প্রতিষেধক ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক। দেশীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক-এর তৈরি ইনকোভ্যাক বাজারে এলে এটিই বিশ্বের প্রথম কোভিড প্রতিষেধক ন্যাজাল ভ্যাকসিন হবে। আগামী ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসেই ইনকোভ্যাক দেশের বাজারে আসছে বলে শনিবার জানিয়েছেন ভারত বায়োটেকের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা ইল্লা। ইনকোভ্যাক-এর প্রতিটি ডোজের দাম কত হবে, সেটাও জানিয়েছেন ভারত বায়োটেকের কর্ণধার।
এদিন মধ্যপ্রদেশের ভোপালে মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আয়োজিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল-এ কোভিড ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক বাজারে আসার কথা জানিয়েছেন ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা ইল্লা। তিনি বলেন, “আমাদের ন্যাজাল ভ্যাকসিন অফিশিয়ালি ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসেই বাজারে আসছে।”
ভারত বায়োটেক ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক বাজারে এলে এটাই হবে বিশ্বের প্রথম কোভিড প্রতিষেধক ন্যাজাল ভ্যাকসিন। ইতিমধ্যে এই ন্যাজাল ভ্যাকসিনের দামও স্থির করে ফেলেছে সংস্থা। গত ডিসেম্বরেই সংস্থার তরফে ইনকোভ্যাক-এর প্রতিটি ডোজের দাম জানানো হয়েছিল। ভারত বায়োটেকের তথ্য অনুযায়ী, কোভিড-১৯-এর প্রথম ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক-এর প্রতিটি ডোজ সরকারের কাছে ৩২৫ টাকা এবং বেসরকারি ভ্যাকসিনেশন সেন্টারে ৮০০ টাকায় বিক্রি করা হবে।
প্রসঙ্গত, করোনা মহামারী যখন সারা বিশ্বে তুঙ্গে ছিল, তখন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কোভিড প্রতিষেধক কোভ্যাক্সিন বাজারে নিয়ে আসে ভারত বায়োটেক। দু-বছরের মধ্যে এবার কোভিড প্রতিষেধক ন্যাজাল ভ্যাকসিন বাজারে নিয়ে এল এই সংস্থা। তবে শুধু কোভিড ভ্যাকসিন নয়, আরও অন্যান্য রোগেরও ভ্যাকসিন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে ভারত বায়োটেক। এদিন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে ছাত্রদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে কৃষ্ণা ইল্লা জানান, গবাদি পশুর থেকে সৃষ্ট চর্মরোগের ভ্যাকসিন সম্ভবত আগামী মাসেই বাজারে চলে আসবে।