Yogi Adityanath: আতিকের জমিতে আবাস যোজনার ফ্ল্যাট, গরিবদের হাতে তুলে দিলেন যোগী আদিত্যনাথ
শুক্রবার ওই সব ফ্ল্যাট পরিদর্শন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য। পরিদর্শনের পর একটি অনুষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাটের চাবি তুলে দিয়েছেন তিনি। মোট ৭৬টি ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রয়াগরাজ: গ্যাংস্টার থেকে রাজনীতির আঙিনায় পা দেওয়া আতিক আহমেদের বিরুদ্ধে একধিক মামলা ছিল উত্তর প্রদেশের বিভিন্ন থানায়। যদিও মেডিক্যাল পরীক্ষা করাতে আসার সময় আতিক খুন হন আততায়ীদের গুলিতে। এর আগেই আতিকের একাধিক সম্পত্তি ও জমি বাজেয়াপ্ত করেছিল উত্তর প্রদেশ সরকার। প্রয়াগরাজে থাকা আতিকের জমি বাজেয়াপ্ত করে সেখানে বহুতল গড়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ফ্ল্যাট তৈরি হয়েছে। সেই ফ্ল্যাট লটারির মাধ্যমে বণ্টন করা হল আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ব্যক্তিদের মধ্যে। শুক্রবার সেই সব ফ্ল্যাটের চাবি গ্রহীতাদের হাতে তুলে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শুক্রবার ওই সব ফ্ল্যাট পরিদর্শন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য। পরিদর্শনের পর একটি অনুষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাটের চাবি তুলে দিয়েছেন তিনি। মোট ৭৬টি ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, প্রতিটি ফ্ল্যাট ৪১ বর্গ মিটার আয়তনের। প্রত্যেক ফ্ল্যাটে ২টি ঘর, একটি রান্নাঘর ও একটি টয়লেট রয়েছে। ওই ফ্ল্যাট পাওয়ার জন্য প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথোরিটির কাছে আবেদন করেন ৬ হাজারেরও বেশি জন। তার মধ্যে ১৫৯০ জন ফ্ল্যাট পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হন। তাঁদের মধ্যে লটারি করে বেছে নেওয়া হয়েছে ৭৬ জনকে।
ফ্ল্যাটের চাবি তুলে দেওয়ার পর যোগী আদিত্যনাথ বলেন, “এই রাজ্যেই ২০১৭ সালের আগে মাফিয়ারা গরিব, ব্যবসায়ী এমনকি সরকারি জমি দখল করে নিত। অসহায়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। এখন আমরা গরিবদের জন্য বাড়ি বানাচ্ছি। মাফিয়াদের দখল করে নেওয়া জমি গরিবদের দিচ্ছি আমরা। এটা বড় কৃতিত্ব।”
প্রসঙ্গত, আতিকের বিরুদ্ধে ১০০টির বেশি মামলা ছিল। প্রয়াগরাজে মেডিক্যাল চেক আপে আসার সময় তাঁরা যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখনই, আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদকে গুলি করে খুন করা হয়। পুলিশের সামনেই গুলি করে মারা হয়েছিল তাঁদের। আতিকের যে জমি সিজ করে সরকার, সেখানেই তৈরি হল গরিবদের জন্য ফ্ল্যাট।