Delhi Metro: মদের বোতল নিয়েই করা যাবে মেট্রো যাত্রা! জানুন বিস্তারিত নিয়ম
এই ঘোষণার পর সুরাপ্রেমীরা উচ্ছ্বসিত। তবে নেটিজেনদের একাংশের আশঙ্কা, এই ঘোষণার পর মেট্র্রোর মধ্যেই না মদ্যপান শুরু হয়ে যায়!
নয়াদিল্লি: গত ২ দশক ধরে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে দিল্লি মেট্রো। কিন্তু মেট্রো সফরকালে মদের বোতল নিয়ে যাওয়া এত দিন নিষিদ্ধ ছিল। ঠিক যেমন মেট্রোর অন্দরে মদ্যপান নিষিদ্ধ। কিন্তু সুরাপ্রেমীদের জন্য সুখবর দিল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। শুক্রবার ডিএমআরসি জানিয়েছে, এখন থেকে যাত্রীরা সিল করা ২টি মদের বোতল নিয়ে যেতে পারবেন মেট্রো যাত্রার সময়। এই ঘোষণার পর সুরাপ্রেমীরা উচ্ছ্বসিত। তবে নেটিজেনদের একাংশের আশঙ্কা, এই ঘোষণার পর মেট্রোর মধ্যেই না মদ্যপান শুরু হয়ে যায়!
শুক্রবার দিল্লি মেট্রো কর্পোরেশনের তরফে টুইট করে জানানো হয়েছে, “হাই। দিল্লি মেট্রোর ভিতর এ বার থেকে ২টি সিল করা বোতল নিয়ে যাওয়া যাবে।” পিটিআই সূত্রে জানা গিয়েছে, এত দিন দিল্লি মেট্রোর এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে মদের বোতল নিয়ে যাওয়া যেত। মেট্রোর বাকি সমস্ত লাইনে তা নিষিদ্ধ ছিল। এ নিয়ে সিদ্ধান্তের জন্য সিআইএসএফ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে ডিএমআরসি। তার পরই এই ঘোষণা করা হল।
যদি মেট্রোর মধ্যে মদের বোতল নিয়ে যাওয়া গেলেও মেট্রোর মধ্যে মদ্যপান বা মদ্যপ অবস্থায় মেট্রো যাত্রা করলে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দিল্লি মেট্র্রো কর্তৃপক্ষ। মেট্রোর মধ্যে সংহত আচরণের জন্য সকল যাত্রীকে অনুরোধও করা হয়েছে। মেট্রোর মধ্যে কোনও আপত্তিকর অবস্থায় জড়িত থাকা থেকে বিরত থাকতে বলা হয়েছে।