Yogi Adityanath: বুলডোজার অ্যাকশন বন্ধ! বড় সিদ্ধান্ত যোগী সরকারের

Yogi Adityanath: তাঁর পরিচয়ই হয়ে গিয়েছে 'বুলডোজার বাবা'। পলক পড়ার আগেই পৌঁছে যায় তাঁর বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অভিযুক্তদের ঘর-বাড়ি। আইনের ঘরে তার বিচার হওয়ার আগেই। এই নিয়ে বিতর্ক রয়েছে। এরই মধ্যে, কুকরাইল নদীর কাছে লখনউয়ের পন্থনগর এবং রহিম নগর এলাকায় তৈরি বাড়িগুলির উপর বুলডোজার চালানো হবে না বলে জানিয়েছে য়োগী সরকার।

Yogi Adityanath: বুলডোজার অ্যাকশন বন্ধ! বড় সিদ্ধান্ত যোগী সরকারের
বুলডোজার থামালেন যোগীImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jul 16, 2024 | 5:16 PM

লখনউ: তাঁর পরিচয়ই হয়ে গিয়েছে ‘বুলডোজার বাবা’। পলক পড়ার আগেই পৌঁছে যায় তাঁর বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অভিযুক্তদের ঘর-বাড়ি। আইনের ঘরে তার বিচার হওয়ার আগেই। এই নিয়ে বিতর্ক রয়েছে। বিচারের বাইরে এই সাজা দেওয়ার বিরোধিতা করে বিজেপির বিরোধী দলগুলি। তবে, উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের এই বিশেষ পন্থা অনুসরণ করছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড – সব জায়গাতেই এই ছবি দেখা যাচ্ছে। তবে এবার, থমকালো যোগী আদিত্যনাথের বুলডোজার। মঙ্গলবার এক বড় সিদ্ধান্ত নিল উত্তর প্রদেশ সরকার। কুকরাইল নদীর কাছে লখনউয়ের পন্থনগর এবং রহিম নগর এলাকায় তৈরি বাড়িগুলির উপর বুলডোজার চালানো হবে না বলে জানিয়েছে য়োগী সরকার।

এর আগে, এই এলাকার বেশ কয়েকটি বাড়ির গায়ে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছিল। বাড়িগুলি বেআইনিভাবে তৈরি করা বলে এই বাড়িগুলি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছিল যোগী সরকার। তবে এদিন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে পন্থ নগর, খুররম নগর এবং আকবর নগর এলাকার বাসিন্দাদের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীকে তাঁরা জানান, কুকরাইল নদীর তীরে অবস্থিত তাঁদের বাড়িগুলি অবৈধ নির্মাণ নয়। তাঁদের বাড়িগুলি আইন মেনেই নির্মাণ করা হয়েছিল। প্রমাণ হিসেবে, সরকারের কাছে তাঁরা তাঁদের বাড়ির রেজিস্ট্রেশন পেপারের অনুলিপি জমা দেন। এরপরই, পন্থ নগর, খুররম নগর এবং আকবর নগরে, কুকরাইল নদীর তীরে অবস্থিত বাড়িগুলি ভাঙা হবে না বলে জানায় সরকার।

যোগী আদিত্যনাথের এই আশ্বাস পাওয়ার পরই লখনউয়ো উদযাপন শুরু হয়ে গিয়েছে। তাঁদের বাড়ি টিকে থাকবে, এই আনন্দে মিষ্টি বিতরণ করছেন ওই এলাকার বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর, বাসিন্দাদের প্রতিনিধি দলের সদস্যরা বলেছেন, “আজ আমাদের আনন্দ প্রকাশ করার মতো ভাষা নেই। আমাদের বাড়িগুলি নিরাপদ থাকছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমরা ধন্যবাদ জানাই। সবকিছুই আমাদের পক্ষে গিয়েছে। তিনি বলেছেন, আমাদের বাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হবে না।”