Supreme Court: সুপ্রিম কোর্টে পা রাখল মণিপুর

Supreme Court: এই দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করার সুপারিশ করেছিল কলেজিয়াম। সেই সুপারিশেই সিলমোহর পড়ল। নতুন দুই বিচারপতি নিয়োগের পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে এখন সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা দাঁড়াল ৩৪।

Supreme Court: সুপ্রিম কোর্টে পা রাখল মণিপুর
সুপ্রিম কোর্টে নিযুক্ত হলেন আরও দুই বিচারপতি
Follow Us:
| Updated on: Jul 16, 2024 | 5:41 PM

নয়াদিল্লি: বিচারপতির সংখ্যা বাড়ল সুপ্রিম কোর্টে। আরও ২ জন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২ জন বিচারপতিকে নিয়োগে ছাড়পত্র দিলেন। মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নতুন দুই বিচারপতির নাম ঘোষণা করলেন। শীর্ষ আদালতের নতুন দুই বিচারপতি হলেন বিচারপতি এন কোটিশ্বর সিং এবং বিচারপতি আর মহাদেবন। বিচারপতি এন কোটিশ্বর সিং হলেন মণিপুর থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া প্রথম ব্যক্তি।

এই দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সেই সুপারিশেই সিলমোহর পড়ল। নতুন দুই বিচারপতি নিয়োগের পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে এখন সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা দাঁড়াল ৩৪।

১৯৬৩ সালের ১ মার্চ মণিপুরের ইম্ফলে জন্ম বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের। তাঁর বাবা এন ইবোতোম্বি সিং গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি ছিলেন। মণিপুরের প্রথম অ্যাডভোকেট জেনারেলও ছিলেন এন ইবোতোম্বি সিং। বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের স্কুলজীবন কেটেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পড়াশোনা করেছেন তিনি। ১৯৮৩ সালে কিরোরি মাল কলেজ থেকে তিনি স্নাতক হন। এরপর ১৯৮৬ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন। ওই বছরই আইনজীবী হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। একাধিক হাইকোর্টের বিচারপতি দায়িত্ব সামলেছেন তিনি। এই মুহূর্তে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে রয়েছেন এন কোটিশ্বর সিং। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন। মণিপুর থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাসে নাম উঠল বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের।

অন্যদিকে, বিচারপতি আর মহাদেবন এই মুহূর্তে মাদ্রাজ হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি। ১৯৬৩ সালের ১০ জুন তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্ম বিচারপতি আর মহাদেবনের। মাদ্রাজ ল কলেজ থেকে তিনি আইন পাশ করেন। এবং আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন তিনি। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন।