Video: যোগ শক্তিতে পরাস্ত ঠাণ্ডা! হিমাচলের তুষারাবৃত পাহাড়ে ধ্যানে অবিচল কে এই যোগী?
Yogi in Himachal Pradesh: চুল, তাঁর দাড়ি, রুদ্রাক্ষের মালা, পরনের সামান্য পোশাক, সবই বরফে সাদা হয়ে আছে। চুল-দাড়িতে এতটাই বরফ জমেছে, যে সেগুলি জমে শক্ত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। যত-সামান্য পোশাকেই সেই ভয়ঙ্কর ঠাণ্ডার মধ্যে ধ্যান অবিচল তিনি। এই ভিডিয়ো ঝড় তুলেছে ইন্টারনেটে। কে এই যোগী?
সিমলা: বরফে সাদা হয়ে আছে পর্বত শিখরগুলি। ঝুপ ঝুপ করে বরফ পড়ছে, সঙ্গে ঝোড়ো হিমেল হাওয়া। এই প্রতিকূল পরিবেশেই গভীর ধ্যানে নিমগ্ন ধ্যানমগ্ন এক যোগী। পরনে তাঁর কোনও গরম কাপড় নেই। যত-সামান্য পোশাকেই সেই ভয়ঙ্কর ঠাণ্ডার মধ্যে ধ্যান অবিচল তিনি। পদ্মাসনে বসে আছেন, কোলের উপর হাতদুটি জড়ো করে রাখা। তাঁর চুল, তাঁর দাড়ি, রুদ্রাক্ষের মালা, পরনের সামান্য পোশাক, সবই বরফে সাদা হয়ে আছে। চুল-দাড়িতে এতটাই বরফ জমেছে, যে সেগুলি জমে শক্ত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই ভিডিয়ো ঝড় তুলেছে ইন্টারনেটে। অনেকেই এই যোগীর যোগশক্তিতে চমকে গিয়েছেন। তবে, এখন যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে ডিপফেক ভিডিয়ো তৈরি করা হচ্ছে, তাতে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, এই ভিডিয়োও এআই-এর কারসাজি। সত্যিটা কী, আসুন জেনে নেওয়া যাক –
চলতি মাসের শুরুতেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল এই ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি এআই ব্যবহার করে তৈরি বলে দাবি করা হলেও, জানা গিয়েছে এই ভিডিয়ো হিমাচল প্রদেশের কুলু জেলার সেরাজ উপত্যকার। ফেব্রুয়ারি মাসে তীব্র তুষারপাত হয় এই দুর্গম উপত্যকায়। আর ভিডিয়োয় যে যোগীকে তীব্র ঠাণ্ডার কামড়ের মধ্যেও ধ্যানে অবিচল থাকতে দেখা যাচ্ছে, তিনি যোগী সত্যেন্দ্র নাথ। কুলু জেলার বনজারের বাসিন্দা সত্যেন্দ্র নাথ। গত ২০ থেকে ২২ বছর ধরে কৌলন্তক পীঠ আশ্রমে তিনি যোগ অনুশীলন করেন। তিনি নাথ সম্প্রদায়ের গুরু, ঈশনাথ হিমালয় যোগ ঐতিহ্যের অনুসারী। তাঁর অনুগামীরা তাঁকে ডাকেন ঈশপুত্র নামে।
A Yogi at a height of 11000 Feet in Chuddhar Peak of Himachal Pradesh is doing his deep meditation. This holy place is devoted to Lord Shiva. This is the Power of Sanatan Dharma🚩🚩🚩🙏🙏🙏 pic.twitter.com/R3PCj53MTx
— Anuj Sharma (@AnujSharma1818) February 21, 2024
বর্তমানে কৌলন্তক পীঠের প্রধান পদে রয়েছেন ঈশপুত্র। ঈশ্বরের সাধনার পাশাপাশি, তিনি নিয়মিত যোগব্যায়াম করে থাকেন। অন্তত আটটিরও বেশি দেশে ছড়িয়ে রয়েছেন ইশপুত্রের ভক্তরা। ভিডিয়ো দেখে অনেকে হতবাক হয়ে গেলেও, ঈশপুত্রকে যাঁরা চেনেন, তাঁদের কাছে এটা কোনও নতুন বিষয় নয়। আসলে, আশৈশব তিনি যোগাভ্যাস করছেন। তুষারপাতের মধ্যে, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে, তার মধ্যে বসে নির্লিপ্তভাবে ধ্যান করার জন্য কঠোর যোগাভ্যাসের প্রয়োজন। যোগী সত্যেন্দ্র নাথ কত বড় যোগী, তা এই ভিডিয়ো দেখেই উপলব্ধি করা যায়। প্রতিকূল আবহাওয়ার মধ্যে ধ্যানরত ঈশপুত্রের এই ভিডিয়োই যে কারও মনে আধ্যাত্মিক ভাবের জন্ম দিতে পারে।
জানা গিয়েছে, এই অনন্য সুন্দর ভিডিয়োটি চলতি মাসের প্রথম সপ্তাহে রেকর্ড করেছিলেন যোগী সত্যেন্দ্র নাথের শিষ্য, রাহুল। ইশপুত্রের এই শিষ্য প্রায়শই তাঁর গুরুর বিভিন্ন যোগাভ্যাস ও ধ্যান করার ভিডিয়ো রেকর্ড করেন। না, ইনস্টাগ্রাম রিলস বানানো বা ভাইরাল ভিডিয়ো তৈরি তাঁর লক্ষ্য নয়। ঈশনাথ হিমালয় যোগ অভ্যাস যাতে পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়ে, সেই উদ্দেশ্য়েই এই ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাহুল।