PF Withdraw: এবার এটিএম থেকেই তোলা যাবে পিএফ-এর টাকা, বড় ঘোষণা
PF withdraw directly from ATMs: যাঁরা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র আওতায় রয়েছেন তাঁরা আগামী বছর থেকেই পিএফের টাকা এটিএম থেকে সরাসরি তুলতে পারবেন। এই ঘোষণা করেছেন শ্রমমন্ত্রকের সচিব সুমিতা দাওরা।
বড় ঘোষণা কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের। এ বার থেকে পিএফ-এর টাকা তোলা যাবে এটিএম থেকেই! শ্রমমন্ত্রকের তরফে পিএফ-এর টাকা বন্টনের ক্ষেত্রে মসৃণ পথ করতে চাইছে। সে কারণেই এমন সিদ্ধান্ত। যাঁরা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র আওতায় রয়েছেন তাঁরা আগামী বছর থেকেই পিএফের টাকা এটিএম থেকে সরাসরি তুলতে পারবেন। এই ঘোষণা করেছেন শ্রমমন্ত্রকের সচিব সুমিতা দাওরা।
পিএফ-এর টাকা তোলার পথ আরও সহজ এবং দ্রুত করতেই এমন পরিকল্পনা বলে জানিয়েছেন শ্রমমন্ত্রকের সচিব। তিনি বলেন, ‘পিএফ-এর ক্লেইমগুলো দ্রুত মেটানো এবং এর প্রক্রিয়া সহজ করাই লক্ষ্য। যিনি পিএফের টাকা তোলার যোগ্য, যাতে সহজেই লাভবান হন, সেই উদ্দেশ্যেই এই প্রক্রিয়া। এটিএম থেকে নিজেই টাকা তুলে নিতে পারবেন।’
সুমিতা দাওরা সংবাদসংস্থা এএনআই-তে আরও বলেন, ‘প্রযুক্তি এগচ্ছে প্রতিনিয়ত। আরও অনেক কিছুর ক্ষেত্রেই এমন পরিবর্তন দেখা যাবে দ্রুতই। আমার বিশ্বাস, ২০২৫-এর জানুয়ারির মধ্যেই এর বড় প্রভাব দেখা যাবে।’ ইপিএফও-র আওতায় অন্তত ৭ কোটি চাকরিজীবী রয়েছেন। অনেকেরই টাকা ম্যাচিওরিটি হয়ে গিয়েছে। এতদিন তুলনামূলক জটিল পদ্ধতিতে এই টাকা তুলতে হত। অনেকের পক্ষেই তা কষ্টকর হয়ে দাঁড়ায়। আগামীতে এই পথ যাতে সহজ হয়, সে কারণেই শ্রমমন্ত্রকের এমন সিদ্ধান্ত।