Lizard in cold drink: টিকটিকি ভাসছে ঠান্ডা পানীয়ের গ্লাসে! আপনিও কি এই জনপ্রিয় আউটলেটে খেয়েছেন?

Ahmedabad: যে যুবকের ঠান্ডা পানীয়ের গ্লাসে টিকিটিকি পাওয়া গিয়েছিল, গোটা ঘটনার ছবি ও ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল সে।

Lizard in cold drink: টিকটিকি ভাসছে ঠান্ডা পানীয়ের গ্লাসে! আপনিও কি এই জনপ্রিয় আউটলেটে খেয়েছেন?
Follow Us:
| Edited By: | Updated on: May 26, 2022 | 4:35 PM

আজকের এই সময়ে ফাস্ট ফুডের চাহিদা তুঙ্গে। জেন ওয়াই কাজের ফাঁকে বা বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝে ফাস্ট ফুড খেতেই পছন্দ করেন। অনেকেই নিয়মিত বিভিন্ন নামী হোটেল, রেস্তোরাঁ অথবা বিভিন্ন নামী বহুজাতিক সংস্থার আউটলেটে গিয়ে পছন্দ করেন। যাঁরা বার্গার খেতে পছন্দ করেন, তাদের পছন্দের তালিকায় সবার প্রথমেই আসে ম্যাকডোনাল্ডসের নাম। দেশের প্রতিটি শহরেই ম্যাকডোনাল্ডসের আউটলেট রয়েছে এবং সেখানে নিয়মিত ভিড়ও হয়। কিন্তু আহমেদাবাদের সায়েন্স সিটি রোডের ম্যাকডোনাল্ডসে খেতে গিয়ে এক যুবক এমন অবস্থার মুখোমুখি হয়েছেন যা দেখে গা গুলিয়ে উঠতে পারে। ইতিমধ্যেই ম্যাকডোনাল্ডের ওই আউটলেটটি সিল করে দিয়েছে আহমেদাবার মিউনিসিপ্যাল কর্পোরেশন। জানা গিয়েছে, সেখানে ওই যুবককে ঠান্ডা পানীয়ের যে গ্লাস দেওয়া হয়েছিল, তার ওপর একটি মৃত টিকিটিক ভাসছিল। ওই যুবক যখন, ওই যুবক যখন ম্যানেজারের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল, তখন তাঁর কথাকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।

যে যুবকের ঠান্ডা পানীয়ের গ্লাসে টিকিটিকি পাওয়া গিয়েছিল, গোটা ঘটনার ছবি ও ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল সে। ঘটনা প্রসঙ্গে ভার্গভ জোশী নামের ওই যুবক জানিয়েছেন, “ম্যাকডোনাল্ডসের একটি শাখায় আমার ঠান্ডা পানীয়ের গ্লাসে মৃত টিকিটিকি ভাসতে দেখা গিয়েছিল। আমি এরিয়া ম্যানেজারের কাছে অভিযোগ জানাতেই তিনি হাসতে শুরু করেন এবং আমাদেরকে জানিয়েছিলেন তিনি সিসিটিভি ফুটেজ দেখবেন। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যখন আমরা তাঁকে পদক্ষেপ করার জন্য জোর দিয়েছিলাম, তিনি আমাদের বিলের টাকা ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।”

সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গিয়েছে, শনিবার এই ঘটনাটি ঘটেছিল। ভার্গভ সোশ্যাল মিডিয়াতে ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গে মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে। শেষমেশ এই নিয়ে বিবৃতি দিতে বাধ্য হয়েছিল ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ, গ্রাহকের দাবির কথা মাথায় রেখে তাঁরা যদি পরিষ্কার ও পরিচ্ছন্নতার দিকে জোর দিয়েছে। ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনা নিয়ে আমরা অভ্যন্তরীণ তদন্ত করে দেখব।