PM Modi : গান্ধী ছাড়াও এবার নতুন এক পরিবারবাদের বিরুদ্ধে সরব মোদী
PM Modi : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় এবার কেসিআর সরকার। তিনি এদিন তেলঙ্গানার কেসিআর এর 'পরিবারবাদী' নীতির সমালোচনা করেন।
হায়দরাবাদ : বিভিন্ন মঞ্চ থেকে দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোকে ‘পরিবারবাদী’ বলে বিভিন্ন সময় তোপ দাগতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সম্প্রতি জয়পুরে অনুষ্ঠিত বিজেপির জাতীয় বৈঠকেও ভার্চুয়ালি বক্তব্য় রাখার সময় তিনি কংগ্রেসের ‘পরিবারবাদী’ রাজনীতির সমালোচনা করেন। এবার তেলঙ্গানায় একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্য়ে ক্ষমতাসীন দল টিআরএস-র বিরুদ্ধে একই অভিযোগ তুললেন নমো। তিনি বৃহস্পতিবার তেলঙ্গানায় একইভাবে ‘পরিবারবাদ’ বা ‘বংশবাদী’ রাজনীতির সমালোচনা করলেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, দক্ষিণী রাজ্যের উন্নয়ন চায় বিজেপি।
তেলঙ্গানার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, ‘”পরিবারবাদী” পার্টি শুধুমাত্র কোনও রাজনৈতিক সমস্যা নয়। এদেশের গণতন্ত্র ও যুবকদের জন্য এটি ক্ষতিকরও। আমাদের দেশ দেখেছে কোনও একটি পরিবারের জন্য সমর্পিত কোনও রাজনৈতিক দল কতটা দুনীর্তিগ্রস্ত হতে পারে।’ তাঁর আরও সংযোজন, ‘”পরিবারবাদী” দল শুধুমাত্র নিজেদের উন্নয়নের কথা ভাবে। দরিদ্র মানুষের কথা তাঁরা ভাবেন না। তাঁদের মূল ফোকাস হল কীভাবে একটি পরিবার ক্ষমতায় থাকতে পারে ও যতটা সম্ভব লুঠ করতে পারে। সাধারণ মানুষের উন্নয়নে তাঁদের কোনও আগ্রহ নেই।’ প্রসঙ্গত, এদিন মোদীর নিশানায় কেসিআর পরিবার। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-র পরিবারের একাধিক সদস্য সরকারে ক্ষমতায় রয়েছে। এবার তাকে নিশানা করেই সমালোচনা প্রধানমন্ত্রীর।
তিনি এদিন বিজেপির উদ্দেশ্য তুলে ধরে বলেছেন, ‘এই রাজ্য়কে “টেকনোলজি হাব” হিসেবে গড়ে তুলতে চায় বিজেপি। তেলঙ্গানায় পরিবর্তন নিশ্চিত। বিজেপি তেলঙ্গানায় ক্ষমতায় আসবে। সাম্প্রতিককালের নির্বাচনী ফলাফলে তার পরিষ্কার বার্তা পাওয়া গিয়েছে। আমাদের লক্ষ্য তেলঙ্গানাকে এক উচ্চতায় নিয়ে যাওয়া।’ উল্লেখ্য, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৪ টি আসনে জয় পেয়েছিল বিজেপি। এর আগে এতগুলি আসনে কখনও জয়ী হয়নি তাঁরা। এছাড়াও গত বছর হায়দরাবাদ পৌরসভা নির্বাচনে ৪০ এর বেশি ওয়ার্ডে জয়ী হয়েছিল বিজেপি। বিজেপির এই ফলাফলের দিকে ইঙ্গিত করেই নরেন্দ্রী মোদী রাজ্যে আগামী নির্বাচনে বিজেপির জন্য জমি তৈরি করতে চাইছেন। তিনি এদিন আরও বলেছেন, ‘তেলঙ্গানা আন্দোলনে কোনও মানুষ বলিদান দেয়নি যাতে কোনও একটি দল শাসন চালাতে পারে। তেলঙ্গানার মানুষজন দেখছে কোনও একটি পরিবারই ক্ষমতায় থাকে তাহলে কীভাবে দুর্নীতি দিনদিন বাড়বে।’ উল্লেখ্য়, আগামী বছরই তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। সঙ্গে রয়েছে ২৪ এর লোকসভা ভোটও। সেই লক্ষ্যে সব রাজনৈতিক দলগুলিই এখন থেকে কোমর বেঁধেছে। বিশ্লেষকদের মতে, এদিন অনুষ্ঠান থেকে বিজেপির হয়ে প্রচারের সুরই শোনা গেল মোদীর কণ্ঠে।