ভোট হওয়ার আগেই একটি কেন্দ্রে জয়ের আশা দেখছে বিজেপি

বিজেপির (BJP) মূল প্রতিপক্ষ কি জোট হবে? নাকি একচেটিয়া ভাবে জিতবে বিজেপি? নাকি শেষ মুহূর্তে কোনও 'খেলা' দেখাবে তৃণমূল (Trinamool Congress)। জয়পুর বিধানসভা কেন্দ্র নিয়ে উঠছে নানা প্রশ্ন।

ভোট হওয়ার আগেই একটি কেন্দ্রে জয়ের আশা দেখছে বিজেপি
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 12, 2021 | 7:43 PM

পুরুলিয়া: প্রচার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। দেওয়াল দখলও সাড়া। কিন্তু ভোটের (Bengal Assembly Election 2021) আগেই ‘ছিটকে’ গেল তৃণমূল। পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মনোনয়ন শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল। শেষ দিন পেরিয়ে যাওয়ার নতুন করে মনোনয়ন জমার সম্ভাবনাও আর নেই।

জয়পুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে মনোনয়ন দিয়েছিলেন উজ্জল কুমার। তারিখ সংক্রান্ত সমস্যায় মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যান প্রার্থী। তাঁর আইনজীবী ছিলেন কপিল সিব্বল। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তৃণমূল প্রার্থীর মনোনয়ন নেওয়ার নির্দেশ দেয়।

সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় নির্বাচন কমিশন। কমিশনের যুক্তি মেনে শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্তেই সিলমোহর দেয়। মনোনয়ন বাতিল হয়েছে ওই কেন্দ্রে দাঁড়ানো নির্দল প্রার্থী নৃপেণ মাইতিরও। এর ফলে জয়পুর কেন্দ্রে ভোট-লড়াইয়ের চিত্রটাই সম্পূর্ণ উল্টেপাল্টে গেল। তৃণমূল-বিজেপির মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনাই আর রইল না।

আরও পড়ুন: বাংলায় ভোট প্রচারে সোনিয়া, রাহুল! সুজন-শতরূপদের জন্যও কি ‘হাত’ বাড়াবেন গান্ধীরা?

২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৮৫ হাজার ২৬টি। ফরওয়ার্ড ব্লক পেয়েছিল ৭৬ হাজার ২৬৩টি। বিজেপির ঝুলিতে এসেছিল ৮ হাজার ২১১টি ভোট। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়পুর কেন্দ্র ভিত্তিক ফলাফলের নিরিখে তৃণমূল পায় ৫৬ হাজার ৩৪৩টি ভোট। বিজেপির ভোট বেড়ে হয় ৮৮ হাজার ৮৭টি। কংগ্রেসের প্রাপ্ত ভোট ২৬ হাজার ৯৮৯। ফরওয়ার্ড ব্লক পায় ১৩ হাজার ৩৬৯টি ভোট।

কিন্তু এবার জয়পুর কেন্দ্রকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আদৌ কি এ কেন্দ্রে তৃণমূল প্রার্থী দিতে পারবে তা এখন লাখ টাকার প্রশ্ন। কারণ, ইতিমধ্যেই প্রথম দফার ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার নির্ধারিত দিন পার হয়ে গিয়েছে। ভোট ময়দানে তৃণমূল না থাকায় ঘাসফুল শিবিরের ভোট কোথায় পড়বে? বিজেপির মূল প্রতিপক্ষ কি জোট হবে? নাকি একচেটিয়া ভাবে জিতবে বিজেপি। এসব প্রশ্নের জবাবের জন্য এখন সময়ই ভরসা।