Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Central Force: এখনও পর্যন্ত বাংলায় ১৫০ কোম্পানি বাহিনী, শুধু উত্তর ২৪ পরগনাতেই ২১, বাকি কোথায় কত?

Central Force in Bengal: অতীতে বাংলায় নির্বাচনের সময় যে ধরনের অভিজ্ঞতা দেখা গিয়েছে, তার প্রেক্ষিতেই এবার সাধারণ ভোটারদের মনে আস্থা ফেরাতে আগেভাগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে বাংলায়। এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে এবং তাদের বিভিন্ন জেলায় জেলায় মোতায়েন করা হয়েছে। ১৫০ কোম্পানি বাহিনীর মধ্যে সবথেকে বেশি বাহিনী মোতায়েন হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। ২১ কোম্পানি বাহিনী মোতায়ন হয়েছে এই জেলায়।

Central Force: এখনও পর্যন্ত বাংলায় ১৫০ কোম্পানি বাহিনী, শুধু উত্তর ২৪ পরগনাতেই ২১, বাকি কোথায় কত?
কেন্দ্রীয় বাহিনী (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2024 | 10:17 PM

কলকাতা: লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে। অতীতে বাংলায় নির্বাচনের সময় যে ধরনের অভিজ্ঞতা দেখা গিয়েছে, তার প্রেক্ষিতেই এবার সাধারণ ভোটারদের মনে আস্থা ফেরাতে আগেভাগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে বাংলায়। এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে এবং তাদের বিভিন্ন জেলায় জেলায় মোতায়েন করা হয়েছে। ১৫০ কোম্পানি বাহিনীর মধ্যে সবথেকে বেশি বাহিনী মোতায়েন হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। ২১ কোম্পানি বাহিনী মোতায়ন হয়েছে এই জেলায়।

উত্তর ২৪ পরগনা জেলার এই ২১ কোম্পানি বাহিনীর মধ্যে শুধুমাত্র বসিরহাট পুলিশ জেলাতেই মোতায়েন হয়েছে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া বারাসত পুলিশ জেলা ও বনগাঁ পুলিশ জেলাতেও উভয়ক্ষেত্রে তিন কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। এছাড়া ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন হয়েছে ছয় কোম্পানি বাহিনী ও বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন হয়েছে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এ তো গেল উত্তর ২৪ পরগনার কথা, এছাড়া কলকাতায় মোতায়েন হয়েছে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় মোতায়েন করা হয়েছে ৯ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী।

এছাড়া বাকি কোন কোন জেলায় কত বাহিনী মোতায়েন করা হল? প্রাথমিকভাবে আলিপুরদুয়ারে মোতায়েন করা হয়েছে তিন কোম্পানি বাহিনী। বীরভূমে ও বাঁকুড়ায় মোতায়েন হয়েছিল চার কোম্পানি বাহিনী। কোচবিহারে মোতায়েন হয়েছে পাঁচ কোম্পানি বাহিনী। দক্ষিণ দিনাজপুরে মোতায়েন হয়েছে চার কোম্পানি বাহিনী। উত্তর দিনাজপুরে ও দার্জিলিঙে এখনও পর্যন্ত মোতায়েন রয়েছে সাত কোম্পানি বাহিনী। এর পাশাপাশি, জলপাইগুড়িতে চার কোম্পানি, ঝাড়গ্রামে তিন কোম্পানি, কালিম্পঙে দুই কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে। এছাড়া পুরুলিয়ায় চার কোম্পানি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে যথাক্রমে সাত কোম্পানি ও পাঁচ কোম্পানি, পূর্ব বর্ধমানে চার কোম্পানি, পশ্চিম বর্ধমানে ছয় কোম্পানি, মালদায় সাত কোম্পানি, মুর্শিদাবাদ ও নদিয়ায় আট কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে।