21 July Preparation: ১১ টি জায়গা থেকে এসে মিশবে মূল মিছিল, ১১ জায়েন্ট স্ক্রিনে ‘একুশের শো’, শহর জুড়ে বজ্র আঁটুনি

21 July Preparation: তিন জন ডিসি ওই তিন জোনের দায়িত্বে থাকবেন। নিরাপত্তার কারণে ওই দিন ভোর তিনটে থেকে শহরে পণ্যবাহী গাড়ি ঢুকতে পারবে না।

21 July Preparation: ১১ টি জায়গা থেকে এসে মিশবে মূল মিছিল, ১১ জায়েন্ট স্ক্রিনে 'একুশের শো', শহর জুড়ে বজ্র আঁটুনি
একুশে জুলাইয়ের প্রস্তুতি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2022 | 1:36 PM

কলকাতা: তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের সমাবেশ উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। ধর্মতলা চত্বরের সব বহুতলের ওপর থেকে নজরদারি করা হবে। সমাবেশের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকছেন ১৭ জন ডিসি। মঞ্চের আশপাশের এলাকা তিনটি জোনে ভাগ করা হচ্ছে। তিন জন ডিসি ওই তিন জোনের দায়িত্বে থাকবেন। নিরাপত্তার কারণে ওই দিন ভোর তিনটে থেকে শহরে পণ্যবাহী গাড়ি ঢুকতে পারবে না।

একুশের প্রস্তুতি এক নজরে

♦ ৫ টি অ্যাম্বুলেন্স ২১ জুলাইয়ের সভামঞ্চের আশপাশে।

♦ বহুতল থেকেও সভামঞ্চ ও তার আশপাশের এলাকায় নজরদারি রাখা হবে।

♦  কোনওপ্রকার পার্কিং হবে না- ভিক্টরিয়া মেমোরিয়াল, এজেসি বোস রোড (হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড), কুইন্সওয়ে, লাভার্স লেন, ক্যসুরিনা অ্যাভিনিউ এলাকায় কোনও গাড়ি পার্ক করা যাবে না।

♦  একুশে জুলাই ভোর ৩টে থেকে কলকাতায় সব পণ্যবাহী গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

♦  ২১ জুলাই যে সব রাস্তা দিয়ে মিছিল যাবে, সেই রাস্তায় কোনওপ্রকার যানবাহনের পার্কিং করা যাবে না।

♦  এছাড়াও প্রয়োজন অনুযায়ী সাময়িক রাস্তা বন্ধ থাকবে ও ঘুরিয়ে দিতে পারবে পুলিশ।

♦  ভিআইপি-রা আসবেন রেড রোড হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে গভর্নমেন্ট প্লেস ইস্ট হয়ে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট হয়ে ওয়াতেরলু স্ট্রিট হয়ে বেন্টিনক স্ট্রিট হয়ে সভামঞ্চে।

♦  ১১ টি জায়গা থেকে মূল মিছিল আসবে।

♦  নিরাপত্তার জন্য ১৫ টি জোনে সভামঞ্চের আশপাশের এলাকাকে ভাগ করা হয়েছে। প্রত্যেক জোনে একজন করে ডিসি।

♦  আটটি জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে শহর জুড়ে।

♦  নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন মোট ২০ জন ডিসি, সর্বমোট সিকিউরিটি জোন ১৫ টা।