Covid-19 Bulletin : আবারও বাড়ল রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ, তবে কমছে মৃতের সংখ্যা
Coronavirus cases in West Bengal: রাজ্যে আবার বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা (COVID Cases in West Bengal)। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (COVID Bulletin) অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৭২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
কলকাতা : রাজ্যে গতকালের তুলনায় কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ (COVID Cases in West Bengal)। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (COVID Bulletin) অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৭২ জন। যেখানে এর আগেরদিন রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৩৬ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৮ টি। রাজ্যে একটু একটু করে বাড়ছে সুস্থতার হার। বর্তমানে সুস্থতার হার ৯৮.৮২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪ জন। করোনা গ্রাফ ওঠা নামা করলেও মোটের উপর বাংলায় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -১।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার – ০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -০।
মালদহ–গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। মৃত্যু: রবিবার- ০, বুধবার -০।
মুর্শিদাবাদ–গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার -০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার -০।
হুগলি– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -০।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ৪।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার -১।
কলকাতা– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬২ জন। মৃত্যু: মঙ্গলবার-৪, বুধবার -১।