Recruitment Scam: ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে ৪ শিক্ষককে গ্রেফতারের নির্দেশ, নিয়োগ দুর্নীতিতে প্রথমবার শ্রীঘরে চাকরিপ্রাপকরা

Primary Teachers Arrest: এই চার শিক্ষককে সিবিআই সাক্ষী হিসেবে পেশ করেছিল। তাতে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারক।

Recruitment Scam: ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে ৪ শিক্ষককে গ্রেফতারের নির্দেশ, নিয়োগ দুর্নীতিতে প্রথমবার শ্রীঘরে চাকরিপ্রাপকরা
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 6:35 PM

কলকাতা: বেআইনিভাবে নিয়োগের অভিযোগে চাকরি যাওয়ার ঘটনা ঘটেছে, বেতন বন্ধ হওয়ার নির্দেশও মিলেছে। তবে নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদের জেলে যাওয়ার ঘটনা এই প্রথম। যাঁরা টাকা নিয়ে চাকরি দিয়েছেন বলে অভিযোগ, তাঁদের মধ্যে অনেকেই বর্তমানে জেলে রয়েছেন। এবার জেলে গেলেন এমন চারজন, যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গত এক বছরে অনেককেই গ্রেফতার করা হয়েছে। এবার প্রথম গ্রেফতার হলেন চার শিক্ষক। প্রাথমিক স্কুলে ওই শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন। সোমবার বিশেষ সিবিআই আদালত সেই চারজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

ধৃত চার শিক্ষকের নাম সাইগার হুসেন, সমীর হুসেন, জাহিরউদ্দিন শেখ ও সৌগত মণ্ডল। তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই-এর চার্জশিটে সাক্ষী হিসেবে এই শিক্ষকদের নাম ছিল। যাঁরা টাকা দিয়ে চাকরি পেলেন, তাঁদের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। তাঁদের অভিযুক্ত হিসেবে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন তিনি।

সোমবার ওই চার শিক্ষক হাজিরা দিলে, বিচারক প্রশ্ন তোলেন, কেন এই শিক্ষকদের জামিন দেওয়া হবে। এই শিক্ষকদের জন্য বহু মানুষ আজ কষ্ট পাচ্ছেন বলেও মন্তব্য করেন বিচারক। মামলার শুনানি শেষে তাঁদের গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত।

এই প্রাথমিক নিয়োগের দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ প্রমুখ। তবে শিক্ষকদের জেলে যাওয়ার নজির নেই। এর আগে, আদালতের নির্দেশে অনেক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে এভাবে শিক্ষকদের গ্রেফতারের নির্দেশ দুর্নীতির মামলায় নয়া নজির তৈরি করল বলেই মনে করা হচ্ছে।