Malaria: ডেঙ্গির পর এবার নতুন বিপদ কলকাতায়, মৃত্যু ১ জনের
KMC: দুর্গাপুজোর আগে থেকে মশকবাহিত রোগ ডেঙ্গি নিয়ে নাস্তানাবুদ হতে হয়েছে রাজ্যবাসীকে। কলকাতার একাধিক ওয়ার্ডে ভয়াবহ হয়ে ওঠে ডেঙ্গির চেহারা। এখনও পুরোপুরি যে ডেঙ্গি উধাও, তা বলা যাবে না। ডেঙ্গি পজিটিভের সংখ্যা এখনও নেহাত কম নয়। এরইমধ্য়ে আবার আতঙ্ক বাড়াচ্ছে ম্যালেরিয়া।
কলকাতা: শহরে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু। তাও আবার মেয়রের ওয়ার্ডে। ম্যালেরিয়া নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৭৭ বছরের বৃদ্ধা মুন্নিদেবী গোয়েল। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত, মুন্নিদেবী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডেরই বাসিন্দা ছিলেন তিনি। ২ তারিখ অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুন্নিদেবী। ১০ তারিখ অর্থাৎ গতকাল দুপুরে মারা যান তিনি।
তাঁর ডেথ সার্টিফিকেটে মাল্টি অর্গান ফেলিওর ও ম্যালেরিয়া সংক্রমণের উল্লেখ রয়েছে। দুর্গাপুজোর আগে থেকে মশকবাহিত রোগ ডেঙ্গি নিয়ে নাস্তানাবুদ হতে হয়েছে রাজ্যবাসীকে। কলকাতার একাধিক ওয়ার্ডে ভয়াবহ হয়ে ওঠে ডেঙ্গির চেহারা। এখনও পুরোপুরি যে ডেঙ্গি উধাও, তা বলা যাবে না। ডেঙ্গি পজিটিভের সংখ্যা এখনও নেহাত কম নয়। এরইমধ্য়ে আবার আতঙ্ক বাড়াচ্ছে ম্যালেরিয়া।
গত কয়েকদিনে কাঁপুনি দিয়ে জ্বর, গায়ে ব্যথা, পেটের সমস্যায় ভুগছেন অনেকেই। ডাক্তার দেখালে ম্যালেরিয়া পরীক্ষা করানোর পরামর্শও দিচ্ছেন তাঁরা। অনেক ক্ষেত্রেই রিপোর্ট পজিটিভ আসছে। প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স বা পিভি পাওয়া যাচ্ছে শরীরে। মুন্নিদেবীও ভাইভ্যাক্সেই আক্রান্ত হন বলে হাসপাতাল সূত্রে খবর।