Recruitment Scam: স্বেচ্ছাবসর নিতে চান নিয়োগ দুর্নীতির তদন্তকারী CBI-SIT অফিসার, বাংলাভাষীদের রাখতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়
Justice Abhijit Ganguly: সিবিআই-এর বিশেষ তদন্তকারী দলে কিছু বাংলাভাষী আধিকারিককেও রাখা যায় কি না, সেই বিষয়টি নিয়েও ভাবছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
কলকাতা: প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত (Primary Recruitment Scam) বিষয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI)। আদালতের নির্দেশে প্রাথমিকের তদন্তের জন্য সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সেই বিশেষ তদন্তকারী দলের অন্যতম সদস্য ধরমবীর সিংহ এবার স্বেচ্ছাবসর নিতে চান। সেই মর্মে সিবিআই-এর কাছে আবেদন জানিয়েছেন সুপার পদমর্যাদার ওই আধিকারিক। শুক্রবার সেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেহেতু আদালত এই বিশেষ তদন্তকারী দল গঠন করে দিয়েছে, তাই আদালতের অনুমতি ছাড়া সিটের সদস্য ধরমবীর সিংহের স্বেচ্ছাবসরের আবেদনে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে সেই কথা জানাল সিবিআই।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার। পাশাপাশি সিবিআই-এর বিশেষ তদন্তকারী দলে কিছু বাংলাভাষী আধিকারিককেও রাখা যায় কি না, সেই বিষয়টি নিয়েও ভাবছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগের একাধিক মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। বেশ কিছু মামলা চলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেও। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আগেই দিয়েছিল আদালত। সিবিআইকে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশও দেওয়া হয়েছিল আদালত থেকে।
উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের তরফে সিবিআই-সিট নিয়ে কড়া পদক্ষেপ করতেও দেখা গিয়েছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই-এর গঠিত সিটে আগে সোমনাথ বিশ্বাস নামে আধিকারিক ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ওই সিবিআই অফিসারকে বিশেষ তদন্তকারী দল থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কী কারণে তিনি এই নির্দেশ দিয়েছিলেন সেই বিষয়টি তখন তিনি খোলসা করেননি। তবে বিচারপতির স্পষ্ট নির্দেশ ছিল, সিবিআইয়ের সিট থেকে সোমনাথ বিশ্বাসকে সরাতে হবে। তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না।’