রাস্তায় পড়ে থাকা আম কুড়িয়ে খাচ্ছিলেন মহিলা, প্রাণ বাঁচালেন সমাজকর্মী, সহযোগী কলকাতা পুলিশ

দক্ষিণ কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ঈশ্বর সংকল্পের সদস্য সাবর্ণী দাস জানিয়েছেন, প্রথম থেকেই ভয়ে ও ঘটনার আকস্মিকতায় এতটাই বিহ্বল ছিলেন ওই মহিলা যে কোনও উত্তরই করেননি। তারপর অবশ্য, ধীরে ধীরে জানা যায়, মায়া মণ্ডল নামে ওই মহিলা বাড়িতে মদ্য়প স্বামীর অত্যাচার সহ্য় করতে না পেরে মাত্র ৫০ টাকা সম্বল করে বাড়ি ছেড়ে পালিয়ে আসেন।

রাস্তায় পড়ে থাকা আম কুড়িয়ে খাচ্ছিলেন মহিলা, প্রাণ বাঁচালেন সমাজকর্মী, সহযোগী কলকাতা পুলিশ
সেই মহিলা, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2021 | 11:23 AM

প্রীতম দে: করোনা কালে রাস্তায় আস্তাকুঁড়ে, আর্বজনার পাশে প্রায়ই দেখতে পাওয়া যাচ্ছিল আলুথালু চুলের মহিলাকে। ষাটোর্ধ্ব মহিলার চেহারায় অভাবের ছাপ স্পষ্ট। রাস্তায় ফেলে দেওয়া আমের টুকরোটি মুখে তুলে নিয়েছিলেন তিনি। পেটের টানে। এসব দেখে চুপ করে বসে থাকতে পারেননি সমাজসেবী (Social Worker) মুদার পাথেয়ার। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন ঈশ্বর সংকল্প নামে স্বেচ্ছাসেবীএকটি সংস্থার সঙ্গে। যদি কোনওভাবে ওই সহায় সম্বলহীন মহিলাকে সাহায্য করা যায়। সেই সংস্থার তরফে জানানো হয়, তাঁরা সাহায্য করতে প্রস্তুত, যদি ওই মহিলার কোভিড রিপোর্ট নেগেটিভ আসে।

কিন্তু সেই কোভিড পরীক্ষা করবে কে? কীভাবেই করা সম্ভব? নানারকম চিন্তা করতে করতে অবশেষে কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে হোয়াটস্য়াপে মেসেজ করে বিস্তারিত জানান মুদার। আবেদন করেন যদি কোনওভাবে ওই মহিলাকে সাহায্য করা যায়। সদর্থক উত্তর আসে সিপির তরফে। হোয়াটস্যাপেই সৌমেনবাবু জানান, এক পুলিশকর্তা এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করবেন। কাঁটায় কাঁটায় ঠিক একঘণ্টা পর লালবাজার থেকে ফোন পান মুদার পাথেয়ার। ফোনে সবটা জানানোর পরেই কয়েকঘণ্টার মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। স্বেচ্ছাসেবী সংস্থা (NGO) ঈশ্বর সংকল্পের আওতায় রাখা হয় ওই মহিলাকে।

দক্ষিণ কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা (NGO) ঈশ্বর সংকল্পের সদস্য সাবর্ণী দাস জানিয়েছেন, প্রথম থেকেই ভয়ে ও ঘটনার আকস্মিকতায় এতটাই বিহ্বল ছিলেন ওই মহিলা যে কোনও উত্তরই করেননি। তারপর অবশ্য, ধীরে ধীরে জানা যায়, মায়া মণ্ডল নামে ওই মহিলা বাড়িতে মদ্য়প স্বামীর অত্যাচার সহ্য় করতে না পেরে মাত্র ৫০ টাকা সম্বল করে বাড়ি ছেড়ে পালিয়ে আসেন। তাঁর তিন ছেলেমেয়ে রয়েছে। মানসিক অবসাদগ্রস্ত ওই মহিলার আপাতত চিকিৎসা চলছে। মায়াদেবীর সুস্থ হতে কমপক্ষে তিনমাস সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: সাবধান! সোশ্যাল মিডিয়ায় ‘বন্ধু’ করার আগে সতর্ক হোন, লকডাউনেই বাড়ছে বিপদ, বলছেন সাইবার বিশেষজ্ঞরা