Body Recovered: ভাসছে চটি, গলায় ওড়নার ফাঁস, পুকুর থেকে উদ্ধার মহিলার দেহ

Parnashree: মহিলার মুখে ওড়না জড়ানো ছিল, পায়ে চটিও ছিল। কিন্তু প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই মহিলা এলাকার বাসিন্দা নন। এলাকাবাসীরা জানাচ্ছেন, প্রতি রাতেই অনেকক্ষণ পর্যন্ত এই পুকুর পাড়ে বহু মানুষজন বসে আড্ডা মারেন।

Body Recovered:  ভাসছে চটি, গলায় ওড়নার ফাঁস, পুকুর থেকে উদ্ধার মহিলার দেহ
পুকুরে দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2024 | 11:39 AM

পর্ণশ্রী:  সাতসকালে গলায় ওড়না জড়ানো অবস্থায় পুকুর থেকে মহিলার দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা। পর্ণশ্রী থানা এলাকার শ্যামসুন্দরপল্লিতে শুক্রবার সকাল বেলায় রাস্তায় ধারে পুকুরে এক মহিলার দেহ ভেসে ওঠে। প্রাতঃভ্রমণে বেরিয়ে পুুকুরে দেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,  মহিলার মুখে ওড়না জড়ানো ছিল, পায়ে চটিও ছিল। কিন্তু প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই মহিলা এলাকার বাসিন্দা নন। এলাকাবাসীরা জানাচ্ছেন, প্রতি রাতেই অনেকক্ষণ পর্যন্ত এই পুকুর পাড়ে বহু মানুষজন বসে আড্ডা মারেন। দোকানপাট খোলা থাকে। দেহটি পুকুরে ভেসে থাকতে দেখে খবর দেন পর্ণশ্রী থানায়।

পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। স্থানীয় মানুষদের সন্দেহ, কোন জায়গা থেকে হয়তো খুন করে একে এই পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে পর্ণশ্রী থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের এই পুকুর পাড়ে অনেক রাত পর্যন্ত লোকজন বসে গল্পআড্ডা মারে। এলাকার দোকানও খোলা থাকে। কাউকে তো পুকুরে ঝাঁপ দিতে কেউ দেখেননি। আর যদি ঝাঁপই দেন, তাহলে আবার ওড়নার ফাঁস কীভাবে থাকবে। মনে হচ্ছে, কোথাও গলায় ফাঁস লাগিয়ে খুন করেই ফেলে দেওয়া হয়েছে। পুলিশকে আমরা সবটা জানিয়েছি। “