Abhijit Gangopadhyay on CPM: লোকসভা ভোটে CPM-এর উত্থান হবে? ইঙ্গিতেই সবটা বুঝিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Gangopadhyay on CPM: এ দিন, সিপিএম-এর প্রসঙ্গে বক্তব্য রাখার পূর্বে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, লোকসভা ভোটে তৃণমূলের রেজাল্ট আশানুরূপ নাও হতে পারে। তিনি এও বলেছেন, "আমার মনে হচ্ছে তৃণমূল যেভাবে নড়বড়ে হয়ে গিয়েছে। যেভাবে ভাঙছে। ২০০৯ সালে সিপিএম-এর যেই হাল হয়েছিল সেইটাই হবে।"

Abhijit Gangopadhyay on CPM: লোকসভা ভোটে CPM-এর উত্থান হবে? ইঙ্গিতেই সবটা বুঝিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বামেদের নিয়ে কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2024 | 4:53 PM

কলকাতা: বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল ও তাঁদের তাবড় নেতাদের একের পর এক আক্রমণ করার পাশাপাশি এও জানান কেন তিনি বিজেপি-তে যোগ দিতে চলেছেন। পাশাপাশি বলেছেন কেন অন্যদলে যোগ দেননি। আজ বিভিন্ন প্রসঙ্গে উঠে এল বামেদের কথা। লোকসভা ভোটে বঙ্গ রাজনীতিতে বামেদের পুনরায় উত্থান হবে না কি না সেই বিষয়ও প্রতিক্রিয়া দিলেন তিনি।

এ দিন, অবসরপ্রাপ্ত বিচারপতিকে সাংবাদিকদের মধ্যে একজন প্রশ্ন করেন, “বামেরা কি আবার ফিরবে?” তার প্রশ্নের উত্তর যদিও মৌখিকভাবে দেননি তিনি। শুধু সাংবাদিকদের দিকে চেয়ে থাকেন। পাল্টা তাঁকেই বলেন, “আপনিই বুঝে নিন।” অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই না বলা কথাই কার্যত বুঝিয়ে দিল অনেক কিছু। বামেদের উত্থান এখন সম্ভব কি না সেই নিয়ে হয়ত সন্দেহ রয়েছে তাঁর মনে এমনটাই মত রাজনৈতিক কারবারিদের।

এ দিন, সিপিএম-এর প্রসঙ্গে বক্তব্য রাখার পূর্বে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, লোকসভা ভোটে তৃণমূলের রেজাল্ট আশানুরূপ নাও হতে পারে। তিনি এও বলেছেন, “আমার মনে হচ্ছে তৃণমূল যেভাবে নড়বড়ে হয়ে গিয়েছে। যেভাবে ভাঙছে। ২০০৯ সালে সিপিএম-এর যেই হাল হয়েছিল সেইটাই হবে।”

আজ অবসর প্রাপ্ত বিচারপতির কাছে প্রশ্ন ওঠে কেন তিনি বিজেপিকেই বেছে নিলেন। সেই উত্তরও তিনি জানিয়েছেন। বলেছেন,বামেদের সঙ্গে তাঁর চিন্তা-ভাবনার পার্থক্য রয়েছে। বলেছেন, “অনেক দল আছে। কিন্তু তাদের সঙ্গে আমার মিলমিশ হয়নি। যেমন ধরুন সিপিআইএম। আমি যেতে পারতাম। কিন্ত আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওলায় বিশ্বাস করি। আমি ধর্মে বিশ্বাস করি। আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না। হয়তো ভিতরে ভিতরে করে, বাইরে বলে আমরা করি না। তো তাদের সঙ্গে আমার মৌলিক কোনও মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কী করব?”

প্রসঙ্গত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসন থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেবেন শুনে, অনেকেই মনে করেছিলেন, তিনি বাম রাজনীতিতে যোগ দিতে পারেন। বিশেষ করে বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য সম্পর্কে তাঁর অগাধ শ্রদ্ধার কারণে, দীর্ঘদিন ধরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাম ঘনিষ্ঠ বলে ধারণা ছিল জনমানসে। এজলাসে বিভিন্ন সময় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে গুরু বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকী, বইমেলার সময় তাঁকে বামদের স্টলে বই ঘাঁটতেও দেখা যায়। তবে বাস্তব হল উল্টো। দেখা গেল লাল নয়, গেরুয়া শিবিরেই নাম লেখালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।