Abhijit Sarkar murder: ছেলের খুনের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে আবারও আদালতেই অসুস্থ অভিজিতের মা

Abhijit Sarkar murder: এদিন বেলা ১২ টায় আদালত কক্ষে প্রবেশ করেন মাধবী দেবী, ১ টায় বের করে হয় তাঁকে। বিশ্বজিৎ সরকার জানান, তাঁর মায়ের রক্তচাপ বেড়ে ২০৯ হয়ে যায়। ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

Abhijit Sarkar murder: ছেলের খুনের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে আবারও আদালতেই অসুস্থ অভিজিতের মা
অভিজিৎ সরকারের মাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 7:36 PM

কলকাতা: ছেলের মৃত্যুর পর ২ বছর কেটে গিয়েছে। তবে আজও সেই ক্ষত দগদগে। সেই খুনের মামলার সাক্ষ্য দিতে গিয়ে আদালতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কাঁকুড়গাছির নিহত বিজেপি নেতা অভিজিৎ সরকারের মা মাধবী সরকার। অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার এদিন মা-কে আদালতে নিয়ে গিয়েছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কাঁকুড়গাছির বাড়িতেই খুন হন অভিজিৎ সরকার নামে ওই বিজেপি কর্মী। ভোট পরবর্তী হিংসার যে সব অভিযোগ সেই সময় উঠেছিল, তার মধ্যে অন্যতম ছিল এই মামলা। এই খুনের ঘটনায় তৃণমূল বিধায়ক পরেশ পালের গ্রেফতারির দাবিতে বারবার সরব হয়েছেন মৃতের দাদা। সিবিআই সেই মামলার তদন্ত করছে।

আদালতের নির্দেশ মতো এদিন অ্যাম্বুলেন্স করে আদালতে নিয়ে যাওয়া হয় অভিজিতের মা-কে। কেন্দ্রীয় সংস্থা সিবিআই তাঁকে সঙ্গে নিয়ে যায় ব্যাঙ্কশাল কোর্টে। সঙ্গে ছিল নারকেলডাঙা থানার পুলিশ। অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে মাধবী সরকারকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় আদালতে। ১ ঘণ্টা পর সাক্ষ্য দেওয়া শেষ হলে বের করা হয় তাঁকে। তবে এদিন আদালত চত্বরেই অসুস্থ হয়ে পড়েন মাধবী দেবী।

এদিন বেলা ১২ টায় আদালত কক্ষে প্রবেশ করেন মাধবী দেবী, ১ টায় বের করে হয় তাঁকে। বিশ্বজিৎ সরকার জানান, তাঁর মায়ের রক্তচাপ বেড়ে ২০৯ হয়ে যায়। ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে নামিয়ে ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্সে রাখা হয়।

এর আগে গত ফেব্রুয়ারি মাসেও একইভাবে অসুস্থ হয়েছিলেন মাধবীদেবী। ছেলেকে কীভাবে খুন করা হয়েছিল, তা বলতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবারই হাইকোর্ট নির্দেশ দিয়েছে সরকার পরিবারকে নিরাপত্তা দেবে কেন্দ্রীয় বাহিনী।