Calcutta High Court: বগটুইকাণ্ডের ছোট লালনকে অন্তর্বর্তী জামিন দিল হাইকোর্ট, কেন জানেন?
Bagtui Case: বগটুই মামলায় অভিযুক্ত ছোট লালন ক্যান্সারে আক্রান্ত। সেই চিকিৎসার জন্যই অভিযুক্তকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত ছোট লালনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
কলকাতা: বগটুই মামলায় অন্য়তম অভিযুক্ত ছোট লালনকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য় বাগচির ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। উল্লেখ্য, বগটুই মামলায় অভিযুক্ত ছোট লালন ক্যান্সারে আক্রান্ত। সেই চিকিৎসার জন্যই অভিযুক্তকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত ছোট লালনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ওই সময়ের মধ্যে চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে এবং তারপর পরবর্তী পদক্ষেপ করবে আদালত।
উল্লেখ্য, ২০২২ সালের মার্চের বগটুই হত্যাকাণ্ড গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল। রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছিল বীরভূমের রামপুরহাটের প্রত্যন্ত গ্রাম বগটুই। প্রথমে পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের উপর হামলার অভিযোগ উঠেছিল। বোমাবাজিতে মৃত্যু হয়েছিল ভাদুর। আর এরপরই একদল দুষ্কৃতী রাতের অন্ধকারে বগটুই গ্রামে হানা দিয়েছিল। একের পর এক গ্রামে অগ্নিসংযোগ করা হয়েছিল বলে অভিযোগ। ভাদু শেখের ‘খুনের’ বদলা নিতেই এই নৃশংস অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল বলে অভিযোগ। উদ্ধার হয়েছিল আটটি পোড়া দেহ। পরে হাসপাতালে মৃত্যুর সংখ্যা আরও বাড়ে। ভয়ঙ্কর সেই ঘটনার পর তদন্তভার যায় সিবিআই-এর হাতে।
এই ছোট লালনকেও গ্রেফতার করেছিল সিবিআই। পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ছোট লালনকে পাকড়াও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতারির পর থেকে জেলবন্দিই ছিল বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত ছোট লালন। তবে এবার ছোট লালনের ক্যান্সারের চিকিৎসার জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করে তার আইনজীবী। এদিন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য় বাগচির ডিভিশন বেঞ্চ চিকিৎসার বিষয়টি বিবেচনা করে অভিযুক্তের ১৬ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন।