Abhishek-PK: একই বিমানে দিল্লি পাড়ি অভিষেক ও পিকে-র
Abhishek-PK: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের একসঙ্গে বিমানবন্দরে প্রবেশ করা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কী পিকে ও অভিষেক কংগ্রেস ফের একসঙ্গে? লোকসভা ভোটের আগে ফের পিকে-র সঙ্গে জোট বাঁধছে তৃণমূল?
কলকাতা: দিল্লি গেলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই উড়ান ধরেন তিনি। তাঁর সঙ্গেই বিমানবন্দরে প্রবেশ করতে দেখা গেল প্রশান্ত কিশোরকে (Prashant Kishor)। দুজনে একসঙ্গেই বিমানবন্দরে প্রবেশ করেন এবং একই বিমানে দিল্লি (Delhi) উড়ে যান বলে জানা গিয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। হঠাৎ করে অভিষেক বন্দ্যোপ্যায়ের দিল্লি যাওয়ার কারণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
তৃণমূল সূত্রে খবর, আগামী ৩১ অগস্ট থেকে দু-দিন ব্যাপী মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে আগামিকালই মুম্বই রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু, তার আগেই এদিন দিল্লি পাড়ি দিলেন অভিষেক। তাহলে কী তিনি মুম্বইয়ে জোটের বৈঠকে থাকছেন না? এমন প্রশ্নও উঠছে। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি।
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের একসঙ্গে বিমানবন্দরে প্রবেশ করা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কী পিকে ও অভিষেক কংগ্রেস ফের একসঙ্গে? লোকসভা ভোটের আগে ফের পিকে-র সঙ্গে জোট বাঁধছে তৃণমূল? এমন সব প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এদিন এই বিষয়ে অভিষেক বা পিকে, কেউই মুখ খোলেননি। বরং সংবাদমাধ্যমকে কিছু়টা এড়িয়ে যান তাঁরা।
প্রসঙ্গত, ভোটকৌশলী হিসাবে প্রসিদ্ধ প্রশান্ত কিশোর ওরফে পিকে। ২০২১ সালে পিকে-র হাত ধরেই তৃণমূল কংগ্রেস নির্বাচনী বৈতরণী পার করেছিল বলে শোনা যায়। যদিও ভোটের পর বিভিন্ন বিষয় নিয়ে পিকে-র সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়তে শুরু করে। পরবর্তীতে প্রশান্ত কিশোরও ঘোষণা করেন, তিনি আর ভোটকুশলী হিসাবে কাজ করতে নারাজ। এদিকে, কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে জোট বেঁধেছে অবিজেপি দলগুলি। যার মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসও। জোরকদমে চলছে ইন্ডিয়া জোটের রণকৌশল গড়ার কাজ। এই পরিস্থিতিতে ফের তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের সঙ্গে পিকে-র দিল্লি পাড়ি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।