Abhishek Banerjee on Governor: বিজেপি মিছিল করার সময় কোথায় ছিল রাজ্যপালের দায়িত্ববোধ? ধরনা মঞ্চ থেকে প্রশ্ন অভিষেকের

Abhishek Banerjee on Governor: কোন কোন তারিখে বিজেপি রাজভবন অভিযান করেছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। রাজ্যপালের উদ্দেশে তাঁর প্রশ্ন, 'তৃণমূল আজ লড়ছে বলে, দায়িত্ববোধের কথা মনে পড়ছে?'

Abhishek Banerjee on Governor: বিজেপি মিছিল করার সময় কোথায় ছিল রাজ্যপালের দায়িত্ববোধ? ধরনা মঞ্চ থেকে প্রশ্ন অভিষেকের
ধরনা মঞ্চে অভিষেকImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 10:01 PM

কলকাতা: ১৪৪ ধারা থাকা সত্ত্বেও রাজভবনের সামনে কীভাবে বিক্ষোভ চলছে, তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বের ধরনা চলাকালীনই এই চিঠি দিয়েছেন তিনি। আর এরপরই ধরনা মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বললেন, ‘রাজ্যপালের কাছে আমার প্রশ্ন আছে। বিজেপির নেতারা এসে যখন উঠোনে জনসভা করেন তখন দায়িত্ববোধ, সংবেদনশীলতা, আনুগত্য কোথায় থাকে?’ এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ৬ বার মিছিল করে রাজভবনে গিয়েছেন বিজেপির প্রতিনিধিরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন উল্লেখ করেন, ১৪৪ ধারা লঙ্ঘন করে ১০০ জনকে নিয়ে একসময় সাংবাদিক বৈঠকও করেছিল বিজেপি। এমনকী কোন কোন তারিখে বিজেপি রাজভবন অভিযান করেছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। রাজ্যপালের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘তৃণমূল আজ লড়ছে বলে, দায়িত্ববোধের কথা মনে পড়ছে?’

মন্ত্রীর অফিসে গেলে ঘাড়ধাক্কা দিয়ে বের করা হয় বলে মন্তব্য করেছেন অভিষেক। সম্প্রতি ২০ লক্ষ চিঠি নিয়ে দিল্লি গিয়েছিল তৃণমূল। কৃষি ভবনে গেলেও কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা হয়নি তাঁদের। শুধু তাই নয়, কৃষি ভবন থেকে তাঁদের আটক করে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। সে কথা এদিন ধরনা মঞ্চ থেকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন অভিষেক। তাঁর দাবি, কৃষি ভবনের ফুটেজ চেক করে দেখা হোক, ঠিক কী ঘটেছিল সে দিন।