Abhishek Banerjee: বিকেল ৪টে ৪৩ পর্যন্ত নথি জমা দেননি অভিষেক: ED

Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম জড়িয়ে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর নথি যে এই মামলায় প্রয়োজন, সে কথা আদালতে বুঝিয়ে দেয় ইডি।

Abhishek Banerjee: বিকেল ৪টে ৪৩ পর্যন্ত নথি জমা দেননি অভিষেক: ED
হাইকোর্টে অভিষেকের মামলাImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 6:20 PM

কলকাতা: ১০ অক্টোবর অর্থাৎ আজই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে সারাদিন পেরিয়ে গেলেও নথি জমা পড়েনি বলে আদালতে জানাল ইডি। মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। বিকেল ৪টে ৪৩ মিনিট পর্যন্ত কোনও নথি জমা পড়েনি বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা বলেছেন, ম নির্দেশ পালন না করা হলে অভিষেকের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করতে হবে।

নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম জড়িয়ে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর নথি যে এই মামলায় প্রয়োজন, সে কথা আদালতে বুঝিয়ে দেয় ইডি। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।

বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, নথি জমা দিতেই হবে অভিষেককে। তদন্তের স্বার্থে নথির প্রয়োজনীয়তা রয়েছে বলেও উল্লেখ করা হয়। নথি জমা দেওয়ার জন্য ১০ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। নির্দেশ ছিল, ১০ তারিখে নথি জমা দিলে, তা খতিয়ে দেখবে ইডি। তারপরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা থাকলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিয়ে তলব করতে হবে অভিষেককে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর অভিষেককে তলব করেছিল ইডি। তার আগেই বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ১০ অক্টোবর নথি জমা দিতে হবে। অভিষেক ছাড়াও তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছিল এই মামলায়। তাঁরাও হাজিরা এড়িয়ে গিয়েছেন।