AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘সুকান্ত-গড়ে ছয়ে ৬ চাই’, অলআউট ঝাঁপানোর নির্দেশ অভিষেকের

Assembly Election 2026: ওয়াকিবহাল মহলের মত ছোট জেলা হলেও বাংলার রাজনৈতিক মানচিত্রে বিশেষ গুরুত্ব রয়েছে দক্ষিণ দিনাজপুরের। কারণ এই জেলা বরাবরই সুকান্ত জেলা হিসাবে পরিচিত। তিনি আবার বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ফলে এখানে তৃণমূলের লড়াই যে রীতিমতো প্রেস্টিজ ফাইট তা বলার অপেক্ষা রাখে না।

Abhishek Banerjee: 'সুকান্ত-গড়ে ছয়ে ৬ চাই', অলআউট ঝাঁপানোর নির্দেশ অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায় Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 27, 2025 | 5:38 PM
Share

কলকাতা: ছাব্বিশের আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির জেলায় বিশেষ নজর তৃণমূলের। সুকান্ত মজুমদারের জেলায় ছয়ে ছয় বার্তা অভিষেকের। দক্ষিণ দিনাজপুরের জেলা নেতৃত্বকে স্পষ্ট বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। জেলার ছয় বিধানসভাতেই জয় নিশ্চিত করতে হবে। আগে কোথায় কেন হার, পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিচ্ছেন অভিষেক। সূত্রের খবর এমনটাই। কিন্তু অভিষেকের এই নির্দেশের পর কী ভাবছেন জেলার উপর মহলের নেতারা? 

ওয়াকিবহাল মহলের মত ছোট জেলা হলেও বাংলার রাজনৈতিক মানচিত্রে বিশেষ গুরুত্ব রয়েছে দক্ষিণ দিনাজপুরের। কারণ এই জেলা বরাবরই সুকান্ত জেলা হিসাবে পরিচিত। তিনি আবার বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ফলে এখানে তৃণমূলের লড়াই যে রীতিমতো প্রেস্টিজ ফাইট তা বলার অপেক্ষা রাখে না। এমতাবস্থায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের ছয়ে ছয়ের লক্ষ্যমাত্রা সেট করে দেওয়া রাজনৈতিকভাবে যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই জেলায় ৬টি আসনের মধ্যে ৩টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। শেষ লোকসভা নির্বাচনে ৩টিতে জেতে তৃণমূল, ৩টিতে জেতে বিজেপি। কেন এই হার, কোথায় গলদ, কাদের জন্য সমস্যা হল, গোষ্ঠীদ্বন্দ্ব কতটা প্রভাব ফেলল সবটাই পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন অভিষেক। 

দলের মন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র বলছেন, “৬টা আসন জেতাই আমাদের লক্ষ্য। প্রস্তুতি আমরা করতে চাইছি। এর আগেও আমরা ৫টায় জিতেছি। খুব অল্প ভোটে আমরা আর একটা সিট হারিয়েছিলাম। নাহলে সেবারই আমরা ৬টা জিতে নিতে পারতাম। এখন লোকসভার নিরিখে যে তিনটি আমরা হারিয়েছি সেটা পুনরুদ্ধার করা আগামী ভোটে আমাদের লক্ষ্য।” উল্লেখ্য, ২০১১ সালে জেলার ছ’টি বিধানসভা আসনের মধ্যে কুশমণ্ডি বাদে বাকি পাঁচটি আসনই তৃণমূল পেয়েছিল। কুশমণ্ডি আসনে জয়ী হয় বাম প্রার্থী নর্মদা চন্দ্র রায়।

পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ বলছেন, “এরা হেলে ধরতে পারে না কেউটে ধরতে এসেছে।”