Abhishek Banerjee meeting: আজ সাংসদ-বিধায়কদের মুখোমুখি অভিষেক, কোনও বিশেষ বার্তা দেবে দল?

Abhishek Banerjee meeting: ঘাসফুলের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছিল যে নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারেই নাকি নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছেন সাংসদ অভিষেক। তবে ভোটের মুখে ফের সক্রিয়তা বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য জুড়ে কর্মসূচির আভাসও পাচ্ছে রাজনৈতিক মহল। শুক্রবারের ভিডিয়ো কনফারেন্স তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Abhishek Banerjee meeting: আজ সাংসদ-বিধায়কদের মুখোমুখি অভিষেক, কোনও বিশেষ বার্তা দেবে দল?
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2024 | 5:52 AM

কলকাতা: লোকসভা নির্বাচন আসন্ন। এরই মধ্যে একদিকে শাসকের গলায় কাঁটার মতো বিঁধছে সন্দেশখালি, অন্যদিকে অস্বস্তি বাড়াচ্ছে মিমি চক্রবর্তীর মতো তারকা সাংসদের ‘বিদ্রোহ’। এরই মধ্যে এবার দলের সাংসদ ও বিধায়কদের মুখোমুখি হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবারই ভিডিয়ো কনফারেন্স করবেন অভিষেক। সাংসদ, বিধায়ক ছাড়াও সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ব্লক সভাপতিদেরও। রাজনৈতিক মহলের মতে, নতুন কোনও কর্মসূচির ইঙ্গিত মিলতে পারে এই বৈঠক থেকে। মার্চ মাসের মাঝামাঝিই কি বুথ স্তরে অভিযানে ঝাঁপাছে তৃণমূল? সেই প্রশ্নই সামনে আসছে।

ভোটের আগেও অভিষেক নাকি দলের কর্মসূচি থেকে দূরে সরে থাকছিলেন, এমনটাই শোনা যাচ্ছিল। ঘাসফুলের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছিল যে নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারেই নাকি নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছেন সাংসদ অভিষেক। তবে ভোটের মুখে ফের সক্রিয়তা বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য জুড়ে কর্মসূচির আভাসও পাচ্ছে রাজনৈতিক মহল। শুক্রবারের ভিডিয়ো কনফারেন্স তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

রাজ্য-ব্যাপী কোনও কর্মসূচিতে যোগদান করবেন অভিষেক? নবজোয়ার-এর মতো কোনও কর্মসূচি আবার আসতে চলেছে? নাকি ভোটের আগে নিছকই গুরুত্বপূর্ণ কোনও বার্তা দেবেন দলের নেতাদের? এমন সব প্রশ্ন সামনে আসছে।

উল্লেখ্য, সন্দেশখালিতে সম্প্রতি যে অশান্তির আবহ তৈরি হয়েছে, তাতে তৃণমূলের নেতাদেরই নাম সামনে এসেছে। সেই অশান্তির আঁত আর শুধুমাত্র সন্দেশখালিতে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। বিরোধীরা প্রতিনিয়ত যাচ্ছেন সন্দেশখালি। সেখানে গিয়ে খেলা ঘোরানোর কথা বলে এসেছেন দলের বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিক। আগামী রবিবার ওই এলাকায় একটি বৈঠকও করতে চলেছে তৃণমূল।