Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident: সিগনাল ‘রেড’ হতেই ভয়াবহ দুর্ঘটনা, পিছনের সিট থেকে ছিটকে পড়লেন আইটি কর্মী

Accident: শনিবার সকাল ৫টা ৫০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সল্টলেক সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ওই তরুণী নাইট শিফটে কাজ সেরে বেরিয়ে ক্যাব বুক করে বাড়ি ফিরছিলেন।

Accident: সিগনাল 'রেড' হতেই ভয়াবহ দুর্ঘটনা, পিছনের সিট থেকে ছিটকে পড়লেন আইটি কর্মী
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2025 | 9:07 AM

কলকাতা: ফের দুর্ঘটনা শহরে। সাত সকালে বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা ঘটল চিংড়িঘাটার কাছেই। নাইট শিফট সেরে বাড়ি ফিরছিলেন এক তরুণী। পিছনের সিট থেকে ছিটকে সামনে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সম্প্রতি পরপর কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে শহরে। কিছুদিন আগেই বউবাজারে বেপরোয়া বাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। তারপরও গতিতে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না।

শনিবার সকাল ৫টা ৫০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সল্টলেক সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ওই তরুণী নাইট শিফটে কাজ সেরে বেরিয়ে ক্যাব বুক করে বাড়ি ফিরছিলেন। তাঁকে গাড়িতে তুলে দ্রুতগতিতে সেক্টর ফাইভ থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল ওই ক্যাব। পিছনের সিটে বসেছিলেন ওই তরুণী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামনে থাকা সিগনাল ‘রেড’ হয়ে যাওয়ায় ক্যাব গাড়িটির সামনে থাকা একটি ম্যাটাডোর এমার্জেন্সি ব্রেক কসে। ক্যাব তখন উচ্চগতিতে ছুটছিল, ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও ম্যাটাডোরের পিছনে সজোরে ধাক্কা মারে।

ক্যাব গাড়িটির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় রক্ষা পান চালক। কিন্তু দুর্ঘটনার জেরে পিছনের সিটে বসে থাকা তথ্য প্রযুক্তি সংস্থার ওই কর্মী ছিটকে গাড়ির সামনে চলে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির চালককে আটক করেছে পুলিশ।