১৫ জুলাইয়ের মধ্যে দ্বাদশে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করা নির্দেশ স্কুলগুলিকে
Class 12 admission: দ্বাদশে ভর্তির প্রক্রিয়া এখনও শেষ হয়নি অনেক স্কুলে।
কলকাতা: করোনা পরিস্থিতিতে বদলে গিয়েছে পরীক্ষার নিয়ম। ইতিমধ্যেই বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে পরীক্ষা না হলেও উত্তীর্ণ হওয়ার উপায় বাতলে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ভিন্ন উপায় নম্বর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেলেও এখনও একাদশ থেকে দ্বাদশে উত্তীর্ণ হওয়া প্রক্রিয়া সম্পূর্ণ করেনি অনেক স্কুলই। তাই এ বার সেই স্কুলগুলিকে প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়ে গেলেই মাধ্যমিকের ফলও প্রকাশ হবে। তখন মাধ্যমিক পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই একাদশে ভর্তি হবেন। তাই তার আগে একাদশ থেকে দ্বাদশ শ্রেনিতে উত্তীর্ণ হওয়ার প্রক্রিয়া শেষ হওয়া জরুরি। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। একাদশ থেকে দ্বাদশ শ্রেনিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনও পরীক্ষা হয়নি। পরীক্ষা না দিয়েই দ্বাদশে ভর্তি হবে ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই অনেক স্কুলে সেই পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। যে সব স্কুলে এখনও প্রক্রিয়া বাকি আছে, তাদের জন্যই এই নির্দেশিকা।
আরও পড়ুন: ‘সে দিন নিজাম প্যালেসের সামনে কেন খাটেনি বিপর্যয় মোকাবিলা আইন?’ প্রশ্ন শুভেন্দুর
আর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০১৯ সালের মাধ্যমিকে যে চার বিষয়ে সবচেয়ে বেশি নম্বর তাতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের উপর ৪০ শতাংশ এবং ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় (থিওরি) প্রাপ্ত নম্বরের উপর ৬০ শতাংশ। এই ফর্মুলায় তাঁদের মূল্যায়ন হবে। তাঁরাও এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে লিখিত পরীক্ষা দিতে পারবেন। কিন্তু সে ক্ষেত্রে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে। তখন আর মূল্যায়নের নম্বর কার্যকর হবে না।