Santanu Banerjee: শান্তনুর হাত ধরে কাদের চাকরি হয়েছিল? তালিকা এসেছে ED-র হাতে: সূত্র

Shantanu Banerjee: গত জানুয়ারি মাসের ২০ তারিখে শান্তনুর বলাগড়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তাঁর বাড়ি থেকে বেশ কিছু অ্যাডমিট কার্ড ও সুপারিশপত্র সহ ৩০০ চাকরিপ্রার্থীর নথি পাওয়া গিয়েছিল।

Santanu Banerjee: শান্তনুর হাত ধরে কাদের চাকরি হয়েছিল? তালিকা এসেছে ED-র হাতে: সূত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2023 | 2:25 PM

কলকাতা : প্রাথমিক থেকে এসএসসি, টাকা নিয়ে চাকরি দেওয়ার যে প্রক্রিয়া চলেছে বলে অভিযোগ, তাতে নাম জড়িয়েছে অনেকেরই। কারও বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার অভিযোগ, কারও বিরুদ্ধে আবার প্রার্থীর সঙ্গে মধ্যস্থতা করার অভিযোগ। সেই শিকড় খুঁজতে খুঁজতে হুগলির বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee) বাড়িতে গিয়েও চোখ কপালে উঠেছিল গোয়েন্দাদের। গুচ্ছ গুচ্ছ চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড, সুপারিশ পত্র কেন থাকবে কোনও নেতার বাড়িতে? দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বর্তমানে সেই শান্তনু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) জালে। সূত্রের খবর, কেন্দ্রীয় সংস্থা এমন ২০ জনের নাম জানতে পেরেছেন, যাঁদের চাকচরি হয়েছিল এই শান্তনুর হাত ধরে।

শুক্রবারই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে তাঁকে। যে ২০ জনের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, তাঁদের ব্যাপারে বিস্তারিত তথ্যও নাকি ইডির তদন্তকারীদের হাতে এসেছে ইতিমধ্যেই। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেও অনুমান তদন্তকারীদের।

আজ, শনিবার আদালতে পেশ করা হবে শান্তনুকে। এদিন ইডি তৃণমূল নেতাকে হেফাজতে চাইতে পারে। তাঁকে জেরা করে আরও বেশি তথ্য হাতে পেতে চান গোয়েন্দারা। চাকরি বিক্রির নেটওয়ার্কে, শান্তনুর ভূমিকা যে যথেষ্ট বেশি ছিল, তেমনটাই মনে করছে ইডি আধিকারিকেরা।

গত জানুয়ারি মাসের ২০ তারিখে শান্তনুর বলাগড়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তাঁর বাড়ি থেকে বেশ কিছু অ্যাডমিট কার্ড ও সুপারিশপত্র সহ ৩০০ চাকরিপ্রার্থীর নথি পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, মোট ৩১২ জন চাকরি প্রার্থীর তালিকাও পেয়েছিলেন ইডি আধিকারিকরা। শান্তনু মূলত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছিল। পরে ৬-৭ বার জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। তবে ঠিক কী অভিযোগ শান্তনুকে গ্রেফতার করা হল, তা এদিন আদালতে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।