Dev: ‘আমি ছাড়লেও মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না’, মমতা-অভিষেকের সঙ্গে সাক্ষাৎ শেষে নতুন ইঙ্গিত দেবের
Dev: শনিবার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তীকে দেখে বেরিয়ে এসে দেব বলেন, "যে রাজনীতি সম্পর্ককে সম্মান দেয় না, সেই রাজনীতি আমি করি না। ১০ বছরের পালন এটা। আমার কাছে সম্পর্ক, কাছের মানুষরা খুব গুরুত্বপূর্ণ। তারা কোন দল করেছে, কী ভাবছে সেটা নয়।"

কলকাতা: দেব রাজনীতি ছাড়লেও, তাঁকে রাজনীতি ছাড়বে না বলে শনিবার মন্তব্য করলেন ঘাটালের তারকা-সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এদিন মিঠুন চক্রবর্তীকে দেখতে নার্সিংহোমে গিয়েছিলেন দেব। সেখানেই তিনি বলেন, “আমি রাজনীতি ছাড়লেও, রাজনীতি আমাকে ছাড়বে না।”
গত কয়েকদিন ধরে বারবার প্রশ্ন উঠেছে দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। কেউ বলেছেন, রাজনীতি ছাড়ছেন তিনি। কেউ বলেছেন, সাংসদ পদ ছাড়ছেন। বারবার দেবকে প্রশ্ন করা হলে, তিনি খুব একটা আগল খোলেননি এতদিন। তবে শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক যে নিষ্ফলা নয়, তা বোঝা গেল দেবের এই বক্তব্যে।
শনিবার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তীকে দেখে বেরিয়ে এসে দেব বলেন, “যে রাজনীতি সম্পর্ককে সম্মান দেয় না, সেই রাজনীতি আমি করি না। ১০ বছর ধরে এটা আমি পালন করে এসেছি। আমার কাছে সম্পর্ক, কাছের মানুষরা খুব গুরুত্বপূর্ণ। তারা কোন দল করেছে, কী ভাবছে সেটা নয়।”
একইসঙ্গে দেবের বক্তব্য, “আমি বলেছিলাম, আমি চাইলেই বেরিয়ে যাব তা হবে না। দিদির মতামত গুরুত্বপূর্ণ। আজকের জন্য একটা লাইন বলতে চাই, ‘যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না।”
প্রসঙ্গত, এদিন অভিষেকের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন দেব। এরপর সেখান থেকে সোজা কালীঘাটে চলে যান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। গত কয়েকদিন ধরে চলা সমস্ত জল্পনায় যে জল পড়ে গেল শনিবার, সে কথা বলাই যায়। এমনও খবর, কোনও বড় কিছু না হলে আবারও দেব-ই ঘাটালে তৃণমূলের সাংসদ পদপ্রার্থী হতে চলেছেন।





