Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়কে গ্রেফতারের পর এবার ১৬ কোটি টাকা বাজেয়াপ্ত ইডির
Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবার বা ঘনিষ্ঠদের নামে থাকা দুই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে প্রায় ১৬ কোটি টাকা রয়েছে বলে ইডি সূত্রের খবর। মূলত বাঁকুড়ায় এই দুই সংস্থার রেজিস্ট্রার্ড অফিস। এই মামলায় এই প্রথম মোটা অঙ্কের টাকা বাজেয়াপ্ত করল ইডি।
কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পর এবার সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের সদস্যদের নামে থাকা দুই কাগুজে কোম্পানির প্রায় ১৬ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি। এই দু’টি কোম্পানি বাঁকুড়ার ঠিকানায় রেজিস্টার্ড। রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবারই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবার বা ঘনিষ্ঠদের নামে থাকা দুই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে প্রায় ১৬ কোটি টাকা রয়েছে বলে ইডি সূত্রের খবর।
বালুর সিএ যে সংস্থাগুলি নিয়ে তথ্য দিয়েছিলেন। সিএ দাবি করেছিলেন, ওই সংস্থাগুলোয় ২০ কোটি টাকা সরানো হয়েছিল এবং তা জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে হয়েছিল। শুক্রবার আদালতেও তা ওঠে। এরপরই দেখা গেল ওই দু’টি সংস্থার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। মূলত বাঁকুড়ায় এই দুই সংস্থার রেজিস্ট্রার্ড অফিস। এই মামলায় এই প্রথম মোটা অঙ্কের টাকা বাজেয়াপ্ত করল ইডি।