Cylone Update: উমার বিদায়বেলায় দুর্যোগের কালো মেঘ, ঘূর্ণিঝড় ‘তেজে’র দোসর এবার ‘হামুন’ও
Weather Forecast: মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় হামুনের অভিমুখ বাংলাদেশ। একাদশীর দুপুরে চট্টগ্রাম লাগোয়া উপকূলে ল্যান্ডফল হতে পারে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগের কিছুটা অংশ ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছে।
কলকাতা: উৎসবের শেষবেলায় ভ্রূকূটি ঘূর্ণিঝড়ের (Cyclone Update)। পুজোর মধ্যেই দুই সাগরে তৈরি হল দুই ঘূর্ণিঝড়। আরব সাগরের উপরে আগেই তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় ‘তেজ’ (Cyclone Tej), এবার বঙ্গোপসাগরের উপরেও তৈরি হল ঘূর্ণিঝড় ‘হামুন’ (Cyclone Hamoon)। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, অতি গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টায় তা আরও শক্তি বাড়াতে পারে।
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় হামুনের অভিমুখ বাংলাদেশ। একাদশীর দুপুরে চট্টগ্রাম লাগোয়া উপকূলে ল্যান্ডফল হতে পারে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগের কিছুটা অংশ ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রাত থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়।
ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলায় পড়বে না, তবে হামুনের পরোক্ষ প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দশমী থেকেই। আরব সাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় তেজের প্রভাবে আজ, দশমী থেকে দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। আজ মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতেও। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।
শুধু দশমীই নয়, বৃষ্টি হবে একাদশীতেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে দমকা বাতাস বইতে পারে। সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।আগামী বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার আশা রয়েছে।