Partha Chatterjee: ২১ কোটিতে উত্তাল বাংলা! কোথাও পুড়ছে পার্থর কুশপুতুল, কোথাও চলছে নকল টাকা উড়িয়ে প্রতিবাদ
Partha Chatterjee: আমতাতেও বিক্ষোভ দেখায় সিপিএম। করা হয় রাস্তা অবরোধ। অন্যদিকে বিক্ষোভের আঁচ ছড়ায় বর্ধমানেও।
কলকাতা: এসএসসি কেলেঙ্কারি মামলায় (SSC corruption case) ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ( Former education minister Partha Chatterjee) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। যা নিয়েই উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। যদিও বিরোধীদের দাবি “সবে চুনোপুঁটিরা গ্রেফতার হচ্ছেন, এখনও বাকি রুই-কাতলারা।” এসএসসি দুর্নীতি মামলায় বাকি যে সমস্ত ‘রাঘববোয়ালদের’ নাম উঠে এসেছে তাঁদেও অবিলম্বে গ্রেফতারির দাবিতে পথে নেমেছে বাম-কংগ্রেস(CPIM- Congress)। পথে নেমেছে বিজেপিও (BJP)। কলকাতা থেকে জেলা, উত্তাল সর্বত্রই। এদিন, বেহালা চৌরাস্তা থেকে বেহালা ১৪ নম্বর পর্যন্ত চোর ধরো জেল ভরো স্লোগান দিয়ে মিছিলে সামিল হলে বাম কর্মী-সমর্থকরা। একইসঙ্গে পার্থর উপযুক্ত শাস্তির দাবিতে এদিন বাসন্তীতে রাজ্য সড়ক অবরোধ করল সিপিএমের কর্মী সমর্থকরা। পার্থ চট্টোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকাও দাহ করা হয়। প্রায় ১ ঘণ্টার বেশি সময় ধরে চলে অবরোধ।
অন্যদিকে আমতাতেও বিক্ষোভ দেখায় সিপিএম। করা হয় রাস্তা অবরোধ। অন্যদিকে বিক্ষোভের আঁচ ছড়ায় বর্ধমানেও। শনিবার বর্ধমানের কার্জনগেট চত্ত্বর অবরুদ্ধ হয়ে পড়ে সিপিএমেপ বিক্ষোভে। পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকাও দাহ করা হয়। অন্যদিকে তারাতলায় অভিনব প্রতিবাদে সামিল হল কংগ্রেস। তারাতলা মোড়ে ওড়ানো হলো টাকা। টায়ার জ্বালিয়ে নকল নোট উড়িয়ে চলল প্রতিবাদ। অন্যদিকে পথে নেমেছে বিজেপিও।
চোর ধরো জেল ভরো,এই কর্মসূচিকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এলাকায় বড় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির তরফে। ‘পার্থ চোর, পরেশ চোর, তৃণমূলের সব চোর’ স্লোগান ওঠে এই মিছিলেই। একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় কুশপুত্তলিকাকে কোমরে দড়ি বেঁধে লাঠি দিয়ে পেটাতে পেটাতে টেনে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আগুনও দেওয়া হয় কুশপুত্তলিকাতে। অন্যদিকে আগামী ২৪ ও ২৫ তারিখ গোটা উত্তরবঙ্গজুড়েই বড় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবিভিপির তরফেও। আগামী ২৫ তারিখ শিলিগুড়ির ভেনাস মোড়ে বড় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।