TV9 বাংলার খবরের জের, ৩ দিন হাসপাতাল চত্বরে পড়ে থাকার পর ৪ মনোরোগীকে ফেরাল পাভলভ

এই ৪ রোগীকেই ওয়ার্ড থেকে নীচে নামিয়ে দেওয়া বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর হাসপাতাল চত্বরেই পড়ে ছিলেন ওই ৪ মনোরোগী।

TV9 বাংলার খবরের জের, ৩ দিন হাসপাতাল চত্বরে পড়ে থাকার পর ৪ মনোরোগীকে ফেরাল পাভলভ
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 19, 2021 | 9:38 PM

কলকাতা: চূড়ান্ত অমানবিকতার সাক্ষী থাকল শহর। ৪ মনোরোগীকে ‘ঘাড়ধাক্কা’ দেওয়ার অভিযোগ উঠল ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সূত্রের খবর, পাভলভ থেকে এই চার মনোরোগীকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে আনা হয়েছিল চিকিৎসার জন্য। কিন্তু এই ৪ রোগীকেই ওয়ার্ড থেকে নীচে নামিয়ে দেওয়া বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর হাসপাতাল চত্বরেই পড়ে ছিলেন ওই ৪ মনোরোগী।

তবে এই ঘটনা বুধবারের ভাবলে ভুল হবে। গত ৩ দিন ধরে ওই মেডিক্যাল কলেজ চত্বরে ওই মনোরোগীরা পড়ে রয়েছেন বলে খবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই ৪ রোগীকে করোনা সন্দেহভাজন হিসেবে পাঠানো হয়েছিল। তাঁদের করোনা পরীক্ষা হয়, পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসাও চলে। কিন্তু সরকারি প্রোটোকল অনুযায়ী, শেষ তিন দিন ওই ৪ রোগীর অক্সিজেন প্রয়োজন পড়েনি বা জ্বর আসেনি। সেই কারণে তাঁদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়।

কিন্তু, এই মনোরোগীদের পাভলক থেকে ফিরিয়ে নিয়ে যেতে কেউ আসেনি বলে অভিযোগ। তারপর থেকেই ওই ৪ জন হাসপাতাল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন। হাসপাতালের আয়া কার্যত জোর করেই তাঁদের নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সাফাই দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিড প্রোটোকল অনুযায়ী ওই রোগীরা সুস্থ। তাই শয্যা খালি করা হয়েছে।

আরও পড়ুন: নিজাম প্যালেসের বাইরে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, গ্রেফতার ৩

কিন্তু তাঁরা সুস্থ হয়ে গিয়ে থাকলে পাভলভে ফিরিয়ে নিয়ে যাওয়া হল না কেন? এই নিয়ে পাভলভের সুপার জানিয়েছেন, এই মুহূর্তে তিনি অফিসে নেই। খোঁজ নিয়ে ঘটনার কথা জানাতে পারবেন। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এবং পাভলভ কর্তৃপক্ষের টানাপড়েনের মাঝে ৩ দিন ধরে মানসিক রোগীরা এই গরমের মধ্যে হাসপাতাল চত্বরেই পড়ে রয়েছেন। এই খবর TV9 বাংলায় সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে পাভলভ কর্তৃপক্ষ। চার মনোরোগীকে ফিরিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয় পাভলভ।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর ধর্ণায় বসা কোনও ট্রেন্ড হতে পারে না’, আদালতে সওয়াল-জবাবের পরও জেল হেফাজতেই রইলেন ধৃতরা