Nabanna Abhijan: ২ মিনিটের দূরত্ব! পুলিশের রক্তচক্ষু এড়িয়ে নবান্নের একেবারে দোড়গোড়ায় আন্দোলনকারীরা

Nabanna Abhijan: চ্যাটার্জি হাট থেকে নবান্নের উত্তর গেটের মধ্যে অনেক ছোট ছোট ব্যারিকেট করেছিল পুলিশ। কিন্তু, সেগুলি ভেঙে দেয় আন্দোলনকারীরা। এদিকে উত্তর গেটের কাছে রয়েছে বড় ব্যারিকেড। সেগুলি এখনও অক্ষত।

Nabanna Abhijan: ২ মিনিটের দূরত্ব! পুলিশের রক্তচক্ষু এড়িয়ে নবান্নের একেবারে দোড়গোড়ায় আন্দোলনকারীরা
নবান্নের দোরগোড়ায় আন্দোলনকারীরাImage Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2024 | 3:44 PM

কলকাতা: নবান্ন অভিযানে রণক্ষেত্র রাজপথ। তিন ঘণ্টা পার। প্রতি মুহূর্তে ধার বাড়ছে আন্দোলনের। এখনও মাটি কামড়ে আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে সঙ্গেই মিনিটে মিনিটে স্ট্র্যাটেজি বদল আন্দোলনকারীদের। এবার একেবারে নবান্নের দোড়গোড়য়া পৌঁছে গেল বিক্ষোভকারীরা। ভিড় হটাতে রীতিমতো হিমশিম খেতে দেখা গেল পুলিশকে। এদিন দুপুর তিনটে নাগাদ হাওড়ার চ্যাটার্জি হাটের দিকে থেকে প্রায় পাঁচশো লোককে এগিয়ে আসতে দেখা যায়। নবান্নের উত্তর গেটের দিকে এগিয়ে যেতে দেখা যায় আন্দোলনকারীদের। উড়ল জাতীয় পতাকা। এদিকে নবান্ন থেকে মাত্র একশো মিটার দূরেই তাঁদের আটকে দেয় পুলিশ। শুরু হয়ে যায় তুমুল ধস্তাধস্তি। লাগাতার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে উঠতে থাকে স্লোগান। 

এদিকে চ্যাটার্জি হাট থেকে নবান্নের উত্তর গেটের মধ্যে অনেক ছোট ছোট ব্যারিকেট করেছিল পুলিশ। কিন্তু, সেগুলি ভেঙে দেয় আন্দোলনকারীরা। উত্তর গেটের কাছে রয়েছে বড় ব্যারিকেড। সেগুলি এখনও অক্ষত। এদিকে যে জায়গায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় সেখান থেকে হাঁটা পথে নবান্নের দূরত্ব দু থেকে তিন মিনিটের। এর আগেও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তরফে নানা ইস্যুতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হলেও নবান্ন থেকে বহু দূরেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁদের। বিজেপি থেকে সিপিএম, নবান্নের এত কাছে কেউ কবে পৌঁছেছিল তা মনে করতে পারছেন কেউই। 

এদিকে নবান্নের একেবারে সামনে জাতীয় পতাকা হাতে গর্জে উঠতে দেখা যায় বহু মহিলাকে। যদিও দেখা মাত্রই ছুটে আসে পুলিশ। বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। এরইমধ্যে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসে রণক্ষেত্রের চেহারা নেয় এমজি রোডও।