Bangla NewsKolkata Air India Flight Going towards delhi blast in tyres before takeoff but all passengers crew members safe
কলকাতা এয়ারপোর্টে রানওয়ে ধরে এগোচ্ছিল বিমান, হঠাৎ বিকট শব্দ! আত্মারাম খাঁচাছাড়া যাত্রীদের
একটু এদিক-ওদিক হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।
সোমবার দুপুর ২ টো নাগাদ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি। কিন্তু কিছুদূর যাওয়ার পরই বিজনেস ক্লাসের যাত্রীদের ছেঁকে ধরে বিষাক্ত পিঁপড়ে। লাখে লাখে পিঁপড়ে রীতিমতো হানা দেয় যাত্রীদের উপর। অতিষ্ট হয়ে বিমানেই কান্নাকাটি জুড়ে দেন যাত্রীরা। এই অবস্থায় ফিরে আসা ছাড়া কোনও উপায় ছিল না পাইলটদের কাছে।
Follow Us:
কলকাতা: তখন সবে রানওয়ে ধরে এগোনো শুরু করেছে বিমান। গন্তব্য দিল্লি। কিন্তু আচমকাই বিপত্তি। সশব্দে ফেটে গেল বিমানের পিছনের একটি চাকা। সঙ্গে সঙ্গে ইমার্নজেন্সি ব্রেক কষে বিমানটি ফিরিয়ে আনা হয় বলে খবর। একটু এদিক-ওদিক হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।
দিল্লি গামী এয়ার ইন্ডিয়া বিমানের ভিতরে তখন ২২৬ জন যাত্রী। রানওয়ে ধরে সবে দৌড়ানো শুরু করবে করবে করেছিল বিমানটি। তখনই বিমানের পিছনের চাকা ফেটে এই বিপত্তি ঘটে। তখনই বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে আসা হয়। যদিও গোটা ঘটনায় দুশ্চিন্তার কোনও কারণ নেই। কেননা বিমানের যাত্রী-সহ সকল সদস্যরা সুরক্ষিত রয়েছেন।
‘সেফ গার্ড’ পদ্ধতি চালু কলকাতা বিমানবন্দরে (ফাইল ছবি)
সূত্র জানাচ্ছে, দিল্লির আকাশ ছোঁয়ার মিনিট দশেকের মধ্যেই পিঁপড়ে হানা দিতে শুরু করায় তৎক্ষণাৎ বিমানটি যোগাযোগ করে দিল্লি এটিসি-র সঙ্গে। এটিসি-র থেকে নির্দেশ দেওয়া হয়, বিমানযাত্রা বাতিল করে ফিরে আসার জন্য। সেই মতো ফিরে আসে বিমানটি।
বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।