নার্সকে ‘হেনস্থা’, অভিযুক্ত চিকিৎসককে বরখাস্তের তোলপাড় ন্যাশনাল মেডিক্যাল কলেজ
অভিযুক্ত চিকিৎসকের সাসপেনশনের দাবিতে সরব হন নার্সরা (Calcutta National Medical College and Hospital)।
কলকাতা: নার্সকে হেনস্থার অভিযোগ ঘিরে তুলকালাম ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল (Calcutta National Medical College and Hospital)। অভিযোগের আঙুল এক চিকিৎসকের দিকে। এই অভিযোগ প্রাথমিকভাবে কার্যত স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটি তদন্ত কমিটি তৈরি করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার ঘটনাটি ঘটেছে। হাসপাতাল সূত্রে খবর, এদিন রোগীর হাতে স্যালাইনের চ্যানেল করতে বলায় অভিযোগকারী নার্সের হাত এক চিকিৎসক মচকে দেন। একজন সহকর্মীর সঙ্গে কী ভাবে এমন ব্যবহার করা যায় তা নিয়ে প্রশ্ন তুলে এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি।
আরও পড়ুন: কয়লা-কাণ্ড: হাতে ‘রক্ষাকবচ’, তদন্তে অসহযোগিতা, কোন পথে এগোচ্ছেন লালা?
মুহূর্তে অশান্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। অভিযুক্ত চিকিৎসকের সাসপেনশনের দাবিতে সরব হন নার্সরা। অভিযোগ খতিয়ে দেখতে এদিন হাসপাতালে আসেন স্বাস্থ্য ভবনের প্রতিনিধিরা। ঘটনার প্রাথমিক সত্যতা স্বীকার করে নিয়েছেন ন্যাশনালের সুপার চিকিৎসক এস পতি। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য ভবনের প্রতিনিধিরা এদিন ন্যাশনালে এসেছিলেন। ইতিমধ্যেই ৫-৬ জনের কমিটি তৈরি করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট দেওয়া হবে স্বাস্থ্যভবনেও।