Kidnapping Case: হঠাৎ ছুটে এল ‘পুলিশের’ গাড়ি, খাস কলকাতায় গানপয়েন্টে অপহৃত ব্যবসায়ী
Kolkata Crime: গোটা কাণ্ডটি ঘটানো হয়েছে অত্যন্ত প্ল্যানিং করে। পানশালার বাইরে তৈরি রাখা হয়েছিল একটি স্করপিও গাড়ি। গাড়ির সামনে ড্যাশবোর্ডে লাগানো ছিল একটি বোর্ড। সেই বোর্ডে লেখা ছিল 'পুলিশ'। আর সেই 'পুলিশ' লেখা একটি গাড়িতেই ব্যবসায়ীকে তুলে অপহরণ করে অভিযুক্তরা।
কলকাতা: মুক্তিপণের দাবিতে এক ব্যবসায়ীকে গান পয়েন্টে রেখে অপহরণের অভিযোগ। তাও আবার খাস কলকাতায়। হরিদেবপুর থানা এলাকায় কবরডাঙা মোড়ে এক পানশালার সামনে থেকে অপহরণ করা হয় ব্যবসায়ীকে। আর এই গোটা কাণ্ডটি ঘটানো হয়েছে অত্যন্ত প্ল্যানিং করে। পানশালার বাইরে তৈরি রাখা হয়েছিল একটি স্করপিও গাড়ি। গাড়ির সামনে ড্যাশবোর্ডে লাগানো ছিল একটি বোর্ড। সেই বোর্ডে লেখা ছিল ‘পুলিশ’। আর সেই ‘পুলিশ’ লেখা একটি গাড়িতেই ব্যবসায়ীকে তুলে অপহরণ করে অভিযুক্তরা।
শুক্রবার রাত তখন প্রায় সাড়ে দশটা। নীতিন শা নামে ওই ব্যবসায়ীকে পানশালার সামনে থেকে অপহরণ করে পাঁচ জন অপহরণকারী। একেবারে গান পয়েন্টে রেখে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এদিকে ঘটনার পর পরই পদক্ষেপ করে হরিদেবপুর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও মোবাইল লোকেশন ট্র্যাক করে ওই স্করপিও গাড়ির খোঁজ শুরু করে পুলিশ। এদিকে পুলিশ ধাওয়া করেছে, তা বুঝতে পেরে অপহরণকারীরা ওই ব্যবসায়ীকে গাড়ির মধ্যেই ফেলে রেখে পালিয়ে যায়। অপহৃত ব্যবসায়ী নীতিন শা-কে ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ওই গাড়িটিকেও।
হরিদেবপুর থানার বিশাল বাহিনী তিনটি আলাদা আলাদা দলে ভাগ হয়ে অপহরণকারীদের খোঁজ চালাচ্ছিল গত রাতে। সেই অভিযানেই তিন অভিযুক্তকে ইতিমধ্যেই পাকড়াও করেছে পুলিশ। জেমস লং সরণিতে রেললাইন বাজার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বিপ্লব পাত্র ওরফে ভিক্টর, অশোক মাজি ও অরুণাংশু দাস। এর পাশাপাশি বাকি দুই অভিযুক্তেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও রয়েছে পুলিশের তদন্তের আওতায়।