TMC Worker Beaten: তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে
TMC in Kolkata: হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বিকাশ জানান, আগে তিনি কলকাতা পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংয়ের অনুগামী ছিলেন। কিন্তু কিছুদিন আগেই তিনি কাউন্সিলরের সঙ্গ ত্যাগ করেছেন বলে দাবি। অভিযোগ, সেই আক্রোশ থেকেই কাউন্সিলর এবং তাঁর দলবল আক্রমণ চালিয়েছে তাঁর উপর।
কলকাতা : খাস কলকাতায় ফের মারধরের অভিযোগে অস্বস্তিতে শাসক শিবির। দলীয় কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আক্রান্ত যুবকের নাম বিকাশ যাদব। বয়স বছর পচিঁশের আশপাশে। শনিবার রাতে জখম ওই যুবককে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। মাথায় চোট রয়েছে। ব্যান্ডেজ করা। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বিকাশ জানান, আগে তিনি কলকাতা পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংয়ের অনুগামী ছিলেন। কিন্তু কিছুদিন আগেই তিনি কাউন্সিলরের সঙ্গ ত্যাগ করেছেন বলে দাবি।
অভিযোগ, সেই আক্রোশ থেকেই কাউন্সিলর এবং তাঁর দলবল আক্রমণ চালিয়েছে তাঁর উপর। আক্রান্ত যুবকের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ জানাতে গেলে, সেক্ষেত্রেও তাঁকে বাধা দেওয়া হয়। বিকাশ যাদব বলেন, “আমি বাড়িতে ছিলাম। ঘুমোচ্ছিলাম। হঠাৎ করে তিন-চার এল বাড়িতে। বাড়িতে ভাঙচুর চালাল। আমাকে বলল দাদা(কাউন্সিলর) ডাকছে। আমি দাদার কাছে গেলাম। তখন আমাকে মারতে শুরু করে দিল। আমিও তৃণমূল করি। আগে সচিন সিং-এর সঙ্গেই ছিলাম।”
যদিও এই আক্রান্ত যুবককে মারধরের ঘটনায় জড়িত থাকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর সচিন সিং। টিভি নাইন বাংলার তরফে কাউন্সিলরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে পাল্টা বিকাশ যাদবের বিরুদ্ধেই অভিযোগ তোলেন তিনি। বলেন, “এটা ভুল ধারণা। বিকাশ যাদব বলে ছেলেটিকে যতদূর আমি চিনি, কিছুদিন আগে একজন ছেলেকে চাকু মেরেছিল। আর আমি থানায় থেকে বাধা দিয়েছি বলে যে অভিযোগ তোলা হচ্ছে, তা আপনারা থানায় গিয়ে যেনে নিন। এক মাস হয়ে গেল থানায় যাইনি।” তবে তৃণমূল কর্মীর মুখে এ হেন অভিযোগের পর কিছুটা অস্বস্তি বাড়ল কাউন্সিলরের। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই জড়িত নন।
আরও পড়ুন : 19,867.8 MHz স্পেকট্রাম অধিগ্রহণ করে ভারতীয়দের জন্য 5G বিপ্লব ঘটাতে চলেছে এয়ারটেল