RG Kar Case: দুর্নীতিতে ‘যোগ’! এবার রাজ্যের হাতে ডাক্তারদের তালিকা দিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি CBI-র
RG Kar Case: প্রসঙ্গত, আগেই সেমিনার রুমে দেবাশিস সোমের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। দুর্নীতি কাণ্ড থেকে তিলোত্তমা কাণ্ডে বারবার জড়িয়েছে তাঁর নাম। অন্যদিকে নাম উঠেছে এসেছিল সুজাতা ঘোষেরও। প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর যখন সুপ্রিম কোর্টে শুনানির সময় জুনিয়র চিকিৎসকদের আইনজীবী বেশ কিছু তথ্য তুলে ধরেছিলেন।
কলকাতা: আরজি করের দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের আতস কাচের তলায় দুই চিকিৎসক। সিবিআই র্যাডারে চিকিৎসক দেবাশিস সোম, সুজাতা ঘোষ। দুই চিকিৎসকের আর্থিক কেলেঙ্কারিতে সক্রিয় যোগ রয়েছে। খবর সিবিআই সূত্রে। দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য ভবনকে আর্জি জানিয়েছিল সিবিআই। সিবিআইয়ের চিঠির জবাব দিয়েছে স্বাস্থ্য ভবন।
দুই চিকিৎসকের বিরুদ্ধে কী ধরনের দুর্নীতির অভিযোগ? সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে স্বাস্থ্য ভবন। সুপ্রিম কোর্টে রাজ্যের হলফনামাতেও বিষয়টির উল্লেখ করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, গ্রেফতার হয়েছেন আশিষ পাণ্ডে। এবার আরও দুই চিকিৎসককে নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। স্বাস্থ্য ভবনকেও সিবিআইয়ের তরফে চিঠি লিখে এই দুই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। সিবিআই-ও তাঁদের তদন্ত প্রক্রিয়া মেনে ব্যবস্থা নিতে পারে, সেই ইঙ্গিত রয়েছে চিঠিতে।
প্রসঙ্গত, আগেই সেমিনার রুমে দেবাশিস সোমের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। দুর্নীতি কাণ্ড থেকে তিলোত্তমা কাণ্ডে বারবার জড়িয়েছে তাঁর নাম। অন্যদিকে নাম উঠেছে এসেছিল সুজাতা ঘোষেরও। প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর যখন সুপ্রিম কোর্টে শুনানির সময় জুনিয়র চিকিৎসকদের আইনজীবী বেশ কিছু তথ্য তুলে ধরেছিলেন। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অনেক প্রভাবশালী চিকিৎসকের ভূমিকার কথা মনে করিয়ে দিয়েছিলেন। পাল্টা রাজ্যের তরফে রাকেশ দ্বিবেদী জানিয়েছিলেন সিবিআই যদি তাঁদের তালিকা দেয় তাহলে তাঁরা সেই মতো ব্যবস্থা নেবে। এবার সরাসরি সিবিআই যোগাযোগ করল স্বাস্থ্য ভবনের তরফে। আগামীদিনে যে আরও বেশ কয়েকজন চিকিৎসকের নামও আসতে পারে সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে। এখন দেখার সরকারের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়।