TMC: কলকাতার দুই TMC কাউন্সিলরের ঝামেলা, চুলোচুলি-অবরোধ, বাদ গেল না কিছু

TMC: গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খলা হয় এদিন। দুই কাউন্সিলর লিপিকা মান্না ও সুশান্ত ঘোষের মধ্যে ঝামেলার ফসলই অনুগামীদের হাতাহাতি বলে অভিযোগ। লিপিকা মান্নার অভিযোগ, "আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাকেই ঢুকতে দিচ্ছে না। আমার ছেলে মেয়েদের মারছে। আমার শাড়ি ছিঁড়ে দিয়েছে। রাস্তায় বসে আছি তাই।"

TMC: কলকাতার দুই TMC কাউন্সিলরের ঝামেলা, চুলোচুলি-অবরোধ, বাদ গেল না কিছু
কাউন্সিলরদের অনুগামীদের মধ্যে ঝামেলা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2024 | 11:11 PM

সুমন মহাপাত্র

কলকাতা: মাঝে ঠিক তিনদিন। ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড সভা। গীতাঞ্জলি স্টেডিয়ামে কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, বুধবার তা ঘুরে দেখার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিকে তার আগে দুই কাউন্সিলরের অনুগামীদের ঝামেলা ঘিরে গীতাঞ্জলিতে তুলকালাম। মারামারি, চুলের মুঠি ধরে মার, রাস্তায় ঠেলে ফেলা, কী হয়নি! পথ অবরোধে পর্যন্ত বসে পড়েন শাসকদলের কর্মী সমর্থকরা। ১০ তারিখ তৃণমূলের জনগর্জন সভা। তার আগে এদিন গীতাঞ্জলিতে তৃণমূলের অন্দরের গর্জনে চোখ কপালে উঠছে সাধারণ মানুষের।

গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খলা হয় এদিন। দুই কাউন্সিলর লিপিকা মান্না ও সুশান্ত ঘোষের মধ্যে ঝামেলার ফসলই অনুগামীদের হাতাহাতি বলে অভিযোগ। লিপিকা মান্নার অভিযোগ, “আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাকেই ঢুকতে দিচ্ছে না। আমার ছেলে মেয়েদের মারছে। আমার শাড়ি ছিঁড়ে দিয়েছে। রাস্তায় বসে আছি তাই।”

অন্যদিকে সুশান্ত ঘোষ বলেন, “আমি ৮ বছর ধরে এখানে এটা সামলাই। দলের কারও মদতে ইচ্ছে করে গোলমাল হচ্ছে। জানি না কেন করছে।” এদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বেরিয়ে লিপিকা মান্নার নেতৃত্বে দলীয় কর্মীরা এসে হাজির হন কসবা থানার সামনে।

লিপিকা মান্না এসে থানার সামনে বসে পড়েন। তিনি বলেন, “অনেক অভিযোগ করেছি। পুলিশ কিছুই ব্যবস্থা নেয় না।” জনগর্জনের আগে কসবা থানার সামনে হুঙ্কার ছাড়ছেন লিপিকা মান্না।