বঙ্গে আজ শাহ, পুজো দেবেন দক্ষিণেশ্বরে, ‘ভোট-খিদেতে’ মধ্যাহ্নভোজ মতুয়া-বাড়িতে!

TV9 বাংলা ডিজিটাল: আর বেশি সময় বাকি নেই। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। এবার লড়াই জেতার ‘রোডম্যাপ’ তৈরি করতে আজ বাংলায় (Bengal) আসছেন অমিত শাহ (Amit Shah)। দক্ষিণেশ্বর  কালীমন্দিরে (Dakshineswar Temple) প্রথমে পুজো দেবেন তিনি। তারপর যাওয়ার কথা রয়েছে আদিবাসী সম্প্রদায়ভুক্ত এলাকাগুলিতে। সূত্রের খবর, দলীয় বঙ্গ নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক তো বটেই, দুদিনের এই […]

বঙ্গে আজ শাহ, পুজো দেবেন দক্ষিণেশ্বরে,  'ভোট-খিদেতে' মধ্যাহ্নভোজ মতুয়া-বাড়িতে!
গত বার দলিত পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন অমিত শাহ (ফাইল ছবি)
Follow Us:
| Updated on: Nov 04, 2020 | 8:12 AM

TV9 বাংলা ডিজিটাল: আর বেশি সময় বাকি নেই। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। এবার লড়াই জেতার ‘রোডম্যাপ’ তৈরি করতে আজ বাংলায় (Bengal) আসছেন অমিত শাহ (Amit Shah)। দক্ষিণেশ্বর  কালীমন্দিরে (Dakshineswar Temple) প্রথমে পুজো দেবেন তিনি। তারপর যাওয়ার কথা রয়েছে আদিবাসী সম্প্রদায়ভুক্ত এলাকাগুলিতে। সূত্রের খবর, দলীয় বঙ্গ নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক তো বটেই, দুদিনের এই সফরে শাহ সমাজের বিভিন্ন পেশার মানুষের সঙ্গেও কথা বলবেন।

বিজেপি সূত্রে খবর, অমিত শাহ বাংলায় আদিবাসী সম্প্রদায়ভুক্ত এলাকাগুলির ওপরেই বিশেষ নজর দিচ্ছেন। সেখানকার এলাকা ঘুরে দেখবেন তিনি, কথা বলবেন সেখানকার মানুষের সঙ্গে। আদিবাসী গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। জঙ্গলমহলে এক আদিবাসী ব্যক্তির বাড়িতে মধ্যাহ্নভোজ সারার কথা রয়েছে তাঁর। সেই মতুয়া বাড়িতে এখন সাজো সাজো রব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী খাবেন বলে কথা!

বুধবার শাহ কপ্টারে পৌঁছে যাবেন বাঁকুড়ায়। অন্তত তেমনটাই পূর্ব নির্ধারিত রয়েছে। সেখানে বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদানের পর বেশ কয়েকটি জেলার নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। এরপর যাবেন চতুরদিঘি গ্রামে। সেখানকারই এক মতুয়া বাড়িতে খাওয়ার কথা রয়েছে তাঁর।

বিধানসভা নির্বাচনের আগে এই সম্প্রদায়ে দলের ভিত মজবুত করতে, অর্থাত্ ‘ভোটের লক্ষ্য’ এই যে মতুয়া বাড়িতে খাবেন, তা স্পষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। মতুয়া এখটা বড় ভোটব্যাঙ্ক শাসকদলের কাছে। সেই ভোটব্যাঙ্কেই থাবা বসাতে চাইছে বিজেপি। গত নির্বাচনে জঙ্গলে নজরকাড়া ফল করেছে বিজেপি। লক্ষ্য এখন একটাই, ভোট আরও বেশি বাড়াতে হবে এইসব এলাকায়। আদিবাসী-মতুয়াদের মধ্যে তৈরি করতে হবে বিজেপি-মনস্ক চিন্তাধারা। উল্লেখ্য, এর আগেও নির্বাচনের মুখে বাংলায় এসে এক দলিত পরিবারের বাড়িতে খেয়েছিলেন অমিত শাহ। এবার খানিকটা সেরকমই হওয়ায় এসবকে ‘ভোটের গিমিক’ বলে কটাক্ষ করছে শাসকদল।

৬ নভেম্বর দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেওয়ার পর দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর বিভিন্ন সংগঠন ও পেশার ২০ জন প্রতিনিধির সঙ্গে কথা বলবেন। সূত্রের খবর, পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করতে পারেন অমিত শাহ। সোমবারই তাঁর সঙ্গে দেখা করেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। পণ্ডিত অজয় চক্রবর্তী অবশ্য বলে দিয়েছেন, “সব রাজনৈতিক দলের নেতার সঙ্গেই ভালো সম্পর্ক। আমি সঙ্গীত জগতের লোক। আর তা নিয়েই খুশি।”