Amit Shah in West Bengal: করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সিএএ চালু হবে, বড় ঘোষণা অমিত শাহের

| Edited By: | Updated on: May 05, 2022 | 7:07 PM

Amit Shah in West Bengal: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, একাধিক কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

Amit Shah in West Bengal: করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সিএএ চালু হবে, বড় ঘোষণা অমিত শাহের
ছবি: সোশ্যাল মিডিয়া

কলকাতা : দু দিনের সফরে রাজ্যে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০ টায় দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। সকাল ১০ টা ৩২ মিনিটে হেলিকপ্টারে উড়ে যান বিমানবন্দর থেকে। এ দিন তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক প্রমুখ।

এ দিন প্রথমে সুন্দরবন পরিদর্শনে যাবেন তিনি। দুপুরে পৌঁছে যাবেন শিলিগুড়ি। বৃহস্পতিবারের পর শুক্রবারও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শাহের এই সফর বঙ্গ বিজেপির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল। পরপর বিভিন্ন ভোটে ভরাডুবির পর শাহের এই সফর কর্মীদের উজ্জীবিত করবে বলেও মনে করা হচ্ছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 May 2022 05:49 PM (IST)

    গোর্খাদের সমস্যার সমাধান করবে বিজেপি

    শিলিগুড়ির সভা থেকে গোর্খাদের উদ্দেশেও বার্তা দেন অমিত শাহ। তাঁর মতে, একমাত্র বিজেপিই গোর্খাদের সমস্যার সমাধান করতে পারবে। মমতাকে পরামর্শ দেওয়া ঢঙে তিনি বলেন, জিটিএ নির্বাচন করে গোর্খাদের দাবি পূরণ করা যাবে না।

  • 05 May 2022 05:45 PM (IST)

    তৃণমূলকে হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

    এদিনের সভা থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, “তৃণমূল ১ বছর সময় দিয়েছিলাম। কিন্তু  সন্ত্রাসের রাস্তা থেকে তৃণমূল সরে আসেনি। বাংলা থেকে তৃণমূলের অত্যাচারী শাসনের শিকড় তুলে ফেলতে হবে। বিজেপি বাংলাতে লোকতন্ত্র প্রতিষ্ঠা করবে।”

  • 05 May 2022 05:42 PM (IST)

    করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সিএএ

    মতুয়াদের মন জয়ে সিএএ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ির জনসভা থেকে তিনি বলেন, “মমতা দিদি সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি এখান থেকে বলে যাচ্ছি, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সিএএ চালু হবে।” মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, ‘মমতা শাসনে বাংলা আর্থিকভাবে কাঙাল হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীর দেওয়া টাকার প্রকল্পে নিজের ছবি ছাপান মমতা।’

  • 05 May 2022 05:23 PM (IST)

    ভেবেছিলাম মমতা শুধরে যাবে, কিন্তু…

    শিলিগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ। তিনি বলেন, “মানুষের রায়ে মমতা দিদি তৃতীয়বার সরকারে এসেছিল। ভেবেছিলাম মমতা এবার শুধরে যাবেন, কিন্তু না কোনও বদল হয়নি। বিজেপি কর্মীদের হত্যা করা হয়েছে। মানবাধিকার কমিশনও উদ্বেগ প্রকাশ করেছে ।”

  • 05 May 2022 05:20 PM (IST)

    মানুষের রায় মেনে নিয়েছি

    ‘আগে যখন বাংলায় এসেছিলাম, তখন বিজেপির ৩ জন বিধায়ক ছিল। ২ কোটি ২৮ লক্ষ মানুষের ভোটে আমাদের বিধায়ক সংখ্যা এখন ৭৭। মানুুষের রায় মাথা পেতে নিয়েছি’, শিলিগুড়ি থেকে বললেন অমিত শাহ

  • 05 May 2022 04:53 PM (IST)

    অমিত-সৌরভ সাক্ষাৎ ঘিরে জল্পনা

    চলতি বঙ্গ সফরে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে দেখা করতে পারেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর মহারাজের বাড়িতে গিয়েই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন পারেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি।

    বিস্তারিত পড়ুন Amit Shah: শুক্রেই মুখোমুখি অমিত-সৌরভ? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিসিসিআই সভাপতির সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা

  • 05 May 2022 01:54 PM (IST)

    হরিদাসপুরে অমিত শাহ

    সুন্দরবন থেকে হরিদাসপুরে পৌঁছলেন অমিত শাহ। সেখানে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সেখান থেকেই সোজা উত্তরবঙ্গে উড়ে যাবেন অমিত শাহ।

  • 05 May 2022 12:10 PM (IST)

    সুন্দরবনে একাধিক কর্মসূচি শাহের

    ওয়াটার অ্যাম্বুলেন্সের পাশাপাশি বিএসএফের ফ্লোটিং আউটপোস্টের উদ্বোধন করেন তিনি। ওই ফ্লোটিং আউটপোস্ট সীমান্তের কোন কোন জায়গায় যাবে, কী ভাবে নজরদারির কাজ করবে, তা নিজে খতিয়ে দেখেন তিনি। বিএসএফ জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

  • 05 May 2022 11:17 AM (IST)

    হিঙ্গলগঞ্জের পথে অমিত শাহ

    কলকাতা বিমানবন্দর থেকে সুন্দরবনে পৌঁছলেন অমিত শাহ। একটি ওয়াটার অ্যাম্বুলেন্সের উদ্বোধন করছেন তিনি। সেই ওয়াটার অ্যাম্বুলেন্সের নিজে সওয়ার হয়েছেন শাহ। তাঁকে ভিতরের সব ব্যবস্থা বুঝিয়ে বলা হচ্ছে। সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক। রয়েছেন বিএসএফ জওয়ানরা।

Published On - May 05,2022 11:00 AM

Follow Us: