বঙ্গ জয়ে শাহের ‘তুরুপের তাস’ হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের বেঁধে দিলেন টার্গেট

হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এক ঘণ্টায় যাতে ৫০ লক্ষ মানুষের কাছে কোনও বার্তা পৌঁছে দেওয়া যায় সেই ভাবে প্রস্তুতি নিতে বলেছেন শাহ।

বঙ্গ জয়ে শাহের 'তুরুপের তাস' হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের বেঁধে দিলেন টার্গেট
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Feb 12, 2021 | 12:59 AM

কলকাতা: রাজ্যে এসে বিজেপির সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের পেপটক দিলেন অমিত শাহ (Amit Shah)। সাইন্স সিটি অডিটোরিয়ামে আইটি সেল কর্মীদের মুখোমুখি হয়ে ঠিক করে দিলেন টার্গেট। আসন্ন বিধানসভা ভোটের আগে বিজেপির ‘তুরুপের তাস’ যে কার্যত হোয়াটসঅ্যাপই হতে চলেছে, সেটাও এ দিন সাফ করে দিয়েছেন তিনি।

সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এক ঘণ্টায় যাতে ৫০ লক্ষ মানুষের কাছে কোনও বার্তা পৌঁছে দেওয়া যায় সেই ভাবে প্রস্তুতি নিতে বলেছেন শাহ। চারভাগে ভাগ করে দিয়েছেন দায়িত্ব। একদল ভাববে, একদল লিখবে, একদল কার্টুন – পোস্টার তৈরি করবে, আর একদল নিরীক্ষণ করবে কেমন সাড়া পাওয়া যাচ্ছে। শাহের দাবি, উত্তর প্রদেশে এই ফর্মুলায় সাফল্য এসেছে।

বিজেপি সূত্রে খবর, দলের কর্মীদের অনুপ্রাণিত করতে চেয়ে শাহ বলেছেন, “অল্প বয়েস আপনাদের। কঠোর পরিশ্রম করুন। হোয়াটসঅ্যাপে মানুষের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা গল্প করে যান। কোনও বিশ্রাম নেই এখন। আপনারাই পারবেন এই রাজ্যে পরিবর্তন অন্যতম কাণ্ডারি হতে। বুথে বুথে, মণ্ডলে মণ্ডলে, জেলায় জেলায়, এবং রাজের নেতাদের এক ছাতার তলায় এই হোয়াটসঅ্যাপ গ্ৰুপে আনতে হবে। এতে তাড়াতাড়ি প্রচার ও নির্দেশ পৌঁছন যাবে। কেন এই রাজ্যে পরিবর্তন দরকার – তা ব্যাখা করুন সেসব গ্ৰুপে। তিনি আরও বলেন, আপনারাই পারবেন আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সরকার বদল করতে। ইতিহাসে লেখা থাকবে আপনাদের নাম।”

আরও পড়ুন: করোনা টিকাকরণ শেষ হলেই সিএএ, মতুয়াদের শাহি আশ্বাস

বিজেপি বঙ্গে তাদের ডিজিট্যাল প্রচারকে আরও কার্যকর করতে চলতি বছর ১১ ফেব্রুয়ারি “মোদীপাড়া” অ্যাপ চালু করে। অ্যাপটি কলকাতায় চালু করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে। এই অ্যাপে বিজেপি কর্মকর্তাদের এবং বিজেপি সমর্থকদের জন্য সবরকম বৈশিষ্ট্য সম্পন্ন ডিজিটাল কন্টেন্ট থাকবে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক কাজ, সর্বভারতীয় এবং পশ্চিমবঙ্গের বিজেপির কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকতে পারবে সবাই।

আরও পড়ুন: শাহি সভায় ঢুকতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইলেন উত্তর বনগাঁর বিধায়ক, শেষে ‘ত্রাতা’ শুভেন্দু